আমাদের কঠিন সময় যাচ্ছেঃ মুশফিক

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ থেকেই বাজে সময় যাচ্ছে বাংলাদেশ দলের। ৮ ম্যাচ খেলে মাত্র তিনটি জয় নিয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে টাইগাররা। বিশ্ব মঞ্চে স্বপ্ন ভঙ্গের পর শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের।
প্রথম দুই ওয়ানডেতে হেরে সেই স্বপ্নও পূরণ হয়নি। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও স্বীকার করে নিয়েছেন যে, কঠিন সময় যাচ্ছে তাঁদের। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান মনে করেন দ্রুতই দল হিসেবে ঘুরে দাঁড়াবেন তাঁরা।

এই প্রসঙ্গে মুশফিক বলেন, 'এটা ঠিক আমাদের একটি কঠিন পিরিয়ড যাচ্ছে কিন্তু এটাই দেখানোর চ্যালেঞ্জ আমরা কতোটা কামব্যাক করতে পারি। এটা সবার মাথায় আছে এবং চেষ্টা করছি।'
বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে পারেনি বাংলাদেশ। তাই শ্রীলঙ্কা সিরিজে সামর্থ্য প্রমাণের সুযোগ ছিল বলে মনে করেন মুশফিক। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সেই লক্ষ্যও পূরণ হয়নি।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ হারায় গত ৫/৭ বছরের অর্জন ফিকে হয়ে যাবে বলে মনে করেন না বাংলাদেশের অভিজ্ঞ ডানহাতি এই ব্যাটসম্যান। নিজেদের প্রমাণ করার জন্য সামনে আরও সুযোগ আছে বলেই বিশ্বাস মুশফিকের।
'আমার কাছে সবসময় মনে হয় ওয়ার্ল্ড কাপে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাব হয়নি। এটা আমাদের সুযোগ ছিল প্রমাণ করার যে আমরা রাইট ওয়েতেই আছি। হয়তোবা শেষ দুটি ম্যাচে আমরা এটা করতে পারিনি এর মানে এটা না যে আমরা গত ৫/৭ বছরে যা করেছি মুছে যাবে।'