তামিম-মাহমুদউল্লাহর জন্য অন্যদের ওপর চাপ পড়ছে!

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ থেকেই ফর্মহীনতায় ভুগছেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের সর্বোচ্চ চেষ্টা করলেও দলের স্বার্থে নিজেদের সেরাটা দিতে পারছেন না তাঁরা।
চলমান শ্রীলঙ্কা সিরিজেও দেখা যাচ্ছে একই চিত্র। টানা দুই ওয়ানডেতেই ব্যর্থ হয়েছেন তামিম এবং মাহমুদউল্লাহ। টপ অর্ডার এবং মিডল অর্ডারের এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের অফ ফর্ম চাপে ফেলছে বাকিদের ওপর।

এমনই মন্তব্য করেছেন, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে তিনি আশাবাদী, দ্রুত এই দুইজন ফর্মে ফিরে আসবেন।
তামিম এবং মাহমুদউল্লাহ সরূপে ফিরলেই চাপ কমে যাবে বলে ধারণা মুশফিকের। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, 'আমাদের কী পারফর্মার যদি বলেন, তামিম বলেন রিয়াদ ভাই বলেন। যারা কন্টিনিউয়াসলি অনেক বছর ধরে পারফর্মেন্স করছে। তাঁরা যখন ক্লিক করছে না স্বাভাবিক তখন অন্য প্লেয়ারদের ওপর প্রেশার একটু বেশি পড়ে যায়।
তাঁরা যখন রানে ফিরবে আমাদের এই প্রেশারগুলো আর থাকবে না। কী ম্যাচগুলোতে বড় বড় প্লেয়াররা প্রেশারটা ভালো সোক করতে পারে। তাঁরা আবার কাউন্টার অ্যাটাক করতে পারে। আমার মনে হয় আমরা এটায় কিছুটা পিছিয়ে আছি। আমি যেটা বললাম তাঁরা অনেক চেষ্টা করছে, হার্ড এন্ড সোল। তাঁরা তাড়াতাড়ি কামব্যাক করবে এবং বাংলাদেশের জন্য মঙ্গল হবে।'
দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান অফ ফর্মে থাকার মাঝেও নিজেদের সেরাটা দলের জন্য দিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে ৬৭ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দলের প্রয়োজনে।