promotional_ad

এই ইনিংসটি আমার কাছে স্পেশাল নয়ঃ মুশফিক

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দলের ব্যাটিং বিপর্যয়ে অসাধারণ এক ইনিংস খেলে মান বাঁচিয়েছেন মুশফিকুর রহিম। খাদের কিনারা থেকে দলকে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেও মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়ার আফসোসে পুড়েছেন তিনি।


এই ম্যাচে দলও হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। ফলে লড়াকু এই ইনিংসটিকে স্পেশাল কিছু ভাবছেন না মুশফিক। পরের ম্যাচে আরও ভালো কিছু করে ম্যাচটি স্মরণীয় করে রাখার সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।



promotional_ad

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই তাঁর কাছে অনেক গর্বের। সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুশফিক। ভালো পারফর্মেন্স করেই পরের ম্যাচে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী তিনি।


মুশফিক বলেছেন, 'দল যেহেতু হেরে গেছে তাই এই ইনিংসটি আমার কাছে স্পেশাল নয়। তবে আমার মনে হয় ইনশাল্লাহ পরের ম্যাচে আরেকটি সুযোগ আছে ভালো খেলার। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে পরের ম্যাচটি জেতার।'


বাংলাদেশ ইনিংসের ৯ম ওভারে ব্যাটিং করতে নেমেছিলেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। ১১০ বল খেলে ৬টি চার এবং ১টি ছক্কায় ৯৮ রান করে অপরাজিত থাকেন তিনি।



ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানকে স্ট্রাইক দিয়েছিলেন মুশফিক। শেষ বলটি তিনি মোকাবেলা করতে পারলে তিন অঙ্ক ছোঁয়ার দারুণ সুযোগ ছিল তাঁর। তবে, দল ম্যাচে দল হারায় এই ইনিংসটি নিয়ে কোনো আক্ষেপও নেই ডানহাতি এই ব্যাটসম্যানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball