অনেক দিনের অপূর্ণতা ঘুচিয়েছে এই জয়ঃ করুনারত্নে

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। এই জয় দিয়ে ঘরের মাঠে অনেক দিনের সিরিজ জয়ের খরা কাটিয়েছে লঙ্কানরা।
লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা অনেক চ্যালেঞ্জিং ছিল তবে সেটা তাঁর দল করে দেখাতে পেরেছে। রবিবারের এই ম্যাচে আগে ব্যাটিং করতে চেয়েছিলেন তিনি। তবে টসে হেরে সেই স্বপ্ন পূরণ হয়নি লঙ্কানদের। তবে সিরিজ জিতে দারুণ আনন্দিত লঙ্কান দলপতি।

করুনারত্নে বলেন, 'আমরা আসলেই অনেক ভালো করেছি এবং এটা আমাদের মাথায় ছিল অনেকদিন আমরা ঘরের মাঠে সিরিজ জিতিনি। বাংলাদেশের বিপক্ষে এটা চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমরা ভালো করেছি। আমরা আগে ব্যাট করতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি। বোলাররা দারুণ করেছে এবং বাংলাদেশকে চেপে ধরেছে।'
বাংলাদেশের রানের চাকা শুরু থেকেই আটকে রেখেছিলেন লঙ্কান বোলাররা। এর মূলে ছিলেন অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া। অনেকদিন পর জাতীয় দলে ফেরা এই স্পিনার ১০ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেটে। দারুণ বোলিং করে অধিনায়কের প্রশংসা পেয়েছেন তিনি।
সেই সঙ্গে লঙ্কানদের বড় জয় পেতে দারুণ অবদান রেখেছেন ওপেনার আভিষ্কা ফার্নান্দো। টাইগার বোলারদের তুলোধোনা করে ৭৫ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরি না পেলেও অধিনায়কের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ধনঞ্জয়া এবং আভিষ্কার প্রশংসা করে লঙ্কান অধিনায়ক বলেছেন, 'আকিলা অনেকদিন পর দলে এসেছে এবং ভালো করেছে। প্রতিপক্ষকে চেপে রেখে দারুণ ভাবে কাজটা করেছে। ইনিংস গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট টার্ন হচ্ছিলো আভিষ্কা বলছিলো স্বাভাবিক খেলাটা যেন চালিয়ে যাই। দুর্ভাগ্যবসৎ সে তাঁর সেঞ্চুরি পায়নি। আশা করছি ভবিষ্যতে সে এটা পারবে।'