promotional_ad

শেষের আগেই শেষ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপ থেকে যে ক্ষত তৈরি হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও হয়তো তা শুকাতো না। তবে ক্ষতে কিছুটা প্রলেপ দেয়া যেত। নতুন এক শুরুতে স্বস্তি ফিরতে পারতো দেশের ক্রিকেটে। কিন্তু লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই ছন্নছাড়া বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে বসলো।


দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের এই হারটি যেন অনেক যন্ত্রণা বয়ে নিয়ে এলো বাংলাদেশের জন্য। একে তো সিরিজ হার, তার সঙ্গে আছে তিন বিভাগেই যাচ্ছেতাই পারফর্মেন্সের নিদর্শন। পরীক্ষাটা ভালো হলো না নতুন অধিনায়ক তামিম ইকবালেরও। নতুন নেতৃত্বে সতেজ শুরুর সন্ধানে থাকা বাংলাদেশই এখন নাবিকহীন জাহাজের মতো। যে জাহাজের প্রতিটা সদস্যের মনে এখন হোয়াইটওয়াশ হওয়ার আতঙ্ক।


রবিবার কলম্বোর আর প্রেমাদাসায় কেবল টসেই জিতেছে বাংলাদেশ। বাকি সব জিতেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করতে নেমে মুশফিকুর রহিমের অপরাজিত ৯৮ রানের পরও ২৩৮ রানে থেমে যায় তামিম ইকবালের দলের ইনিংস। জবাবে আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে হেসেখেলেই ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। তখনও বাকি ছিল ৫.২ ওভার।



promotional_ad

বাংলাদেশের দেয়া ২৩৯ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আভিষ্কা ফার্নান্দো এবং দিমুথ করুনারত্নে। এই দুজনে ওপেনিংয়ে যোগ করেন ৭১ রান।


লঙ্কান অধিনায়ক করুনারত্নেকে ব্যক্তিগত ১৫ রানে বোল্ড করে এই জুটি ভাঙেন বাংলাদেশের ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় উইকেটে কুশল পেরেরাকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন ফার্নান্দো।


সেঞ্চুরির আশা জাগিয়ে ফার্নান্দো ৮২ রান করে মুস্তাফিজুর রহমানের বলে  মিড অনে তামিমের হাতে ক্যাচ দিলে এই দুজনের ৫৮ রানের জুটি ভাঙে। এরপর কুশল পেরেরাকেও ব্যক্তিগত ৩০ রানে শর্ট কভারে সৌম্যর ক্যাচ বানিয়ে আউট করেছেন মুস্তাফিজ।


চতুর্থ উইকেটে রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলঙ্কাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথুস। কুশলের ব্যাট থেকে এসেছে ৭৪ বলে অপরাজিত ৪১ রান। আর শেষ পর্যন্ত ম্যাথুস অপরাজিত ছিলেন ৫৭ বলে ৫২ রান করে।



এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টপ অর্ডারে তিন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছলেও, কেউই ইনিংস বড় করতে পারেননি। সাবধানী ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ।


৬৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে একাই পথ দেখিয়েছেন মুশফিকুর রহীম। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেন তিনি।


মিরাজের ব্যাট থেকে আসে ৪৩ রান। মুশফিক শেষ পর্যন্ত ১১০ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ৯৮ রানে। শ্রীলঙ্কার হয়ে আকিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদিপ এবং ইসুরু উদানা নেন দুটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball