প্রোটিয়াদের উড়িয়ে বাংলাদেশের মেয়েদের সিরিজ জয়

ছবি: ছবিঃ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৭ রানের সহজ লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল।
প্রিটোরিয়ায় রোববার টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার তাজমিন ব্রিটসকে ফিরতি ক্যাচে বিদায় করে ৬৪ রানের জুটি ভাঙেন ফাহিমা খাতুন।
এরপরের ওভারে আরেক ওপেনার রবিন শারলেকে ব্যক্তিগত ৩৫ রানে বোল্ড করে ফেরান খাদিজাতুল কুবরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।

ফলে রানের চাকা কখনই সচল হতে দেননি বাংলাদেশি বোলাররা। ৫ চারে ৬৩ রানের ইনিংসে দলকে ১৭৬ পর্যন্ত নিয়ে যান ত্রিশা ছেট্টি। ৩২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার লেগ স্পিনার ফাহিমা খাতুন।
অফ স্পিনার কুবরা ২ উইকেট নেন ৩৪ রানে। হাতের মুঠোয় লক্ষ্য পেয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। ৬ চারে ৩১ রান করে মুর্শিদা রান আউট হলে ৭৫ রানের ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের মেয়েদের।
এরপর দ্বিতীয় উইকেটে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশ নারী ইমার্জিং দলকে জয়ের বন্দরে নিয়ে যান শারমিন আক্তার এবং নিগার সুলতানা। ১০ চারে ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শারমিন। নিগারের ব্যাট থেকে এসেছে ৭ চারে ৮৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল: ১৭৬/৭ (৫০ ওভার) (রবিন ৩৫, তাজমিন ২৩, ত্রিশা ৬৩; ফাহিমা ৩/৩২, খাদিজা ২/৩৪)
বাংলাদেশ নারী ইমার্জিং দল: ১৭৯/১ (৪৪.৪ ওভার) (মুর্শিদা ৩১, শারমিন ৮৩*, নিগার ৪৮*)
ফল: বাংলাদেশ নারী ইমার্জিং দল ৯ উইকেটে জয়ী