কান্ডারী হয়েও অপূর্ণ মুশফিক
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে সাকিব আল হাসানের অসাধারণ ধারাবাহিক ব্যাটিং দেখেছিল ক্রিকেট বিশ্ব। ৮ ম্যাচেই তিনি সংগ্রহ করেছিলেন ৬০৬ রান। এর মধ্যে সাতটি ইনিংসই ছিল পঞ্চাশোর্ধ।
শ্রীলঙ্কা সিরিজে সাকিব না থাকলেও তাঁর ভূমিকাই যেন পালন করছেন মুশফিকুর রহীম। সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ব্যতিক্রম কেবল মুশফিক। সিরিজের প্রথম ম্যাচে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৬৭ রানের ইনিংস। মূলত এই ইনিংসের সুবাদেই লঙ্কানদের দেয়া ৩১৫ রানের জবাবে সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।

রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে খেললেন হার না মানা ৯৮ রানের ইনিংস। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন তবে ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
মাত্র ২ রানের জন্য ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি বঞ্চিত হলেন মুশফিক। এই ইনিংস খেলার পথেই তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
ইনিংসের শেষ ওভারে তিন অঙ্ক ছুঁতে মুশফিকের দরকার ছিল ৫ রান। তবে সঙ্গী মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি নিতে পেরেছে কেবল ৩ রান। তাই আক্ষেপটা রয়েই গেছে।
এর আগে গত বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে আউট হয়েছিলেন মুশফিক। এবারও খুব কাছে গিয়ে অপরাজিত থাকলেন তিনি। এই ম্যাচে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
সপ্তম উইকেটে অবশ্য বাংলাদেশকে লাড়াকু সংগ্রহের স্বপ্ন দেখান মেহেদী হাসান মিরাজ এবং একপ্রান্ত আগলে রাখা মুশফিক। এই দুজনে সপ্তম উইকেটে যোগ করেছেন ৮৪ রান। মূলত এই দুজনের ব্যাটেই লড়াইয়ের ভিত পায় বাংলাদেশ।