promotional_ad

চাকরি ঝুলছে ফিল্ডিং কোচের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে বাজে ফিল্ডিংয়ের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের নাটাই ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরেও দেখা মিলছে বাংলাদেশের বাজে ফিল্ডিং। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য।


দলের এমন বাজে ফিল্ডিংয়ে আঙ্গুল উঠছে ফিল্ডিং কোচ রায়ান কুকের দিকে। বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফর্মেন্সে চাকরি গিয়েছে প্রধান কোচ স্টিভ রোডসের। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনীল যোশিদের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। ভালো কোচ ভেবে সুযোগ দেয়া হয়েছিল রায়ান কুককে।



promotional_ad

ফিল্ডিংয়ে বাংলাদেশের ধারাবাহিক বাজে পারফর্মেন্সে এখন প্রশ্নের তীর ফিল্ডিং কোচের দিকে। কুককে জেরা করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বলা যায়, ঝুলছে ফিল্ডিং কোচ কুকের চাকরিও। 
 
শনিবার (২৭ জুলাই) মিরপুরে বোর্ড মিটিং শেষে ফিল্ডিং কোচ প্রসঙ্গে সাংবাদিকদের পাপন বলেন, 'ফিল্ডিং কোচ নিয়ে আলাপ হয়েছে। আপাতত ফিল্ডিং কোচের ব্যাপারটা মাথায় ছিল না। আমাদের ধারণা ছিল ফিল্ডিং কোচটা ভালো। যদিও বিশ্বকাপে ফিল্ডিং বিরাট একটা মাথা ব্যথা ছিল। গতকালকের ফিল্ডিংয়ের পর এখর আর কী বলব।'


'এমন ফিল্ডিং কল্পনাই করা যায় না। প্রথম যে কাজটা করবো, এখন যে ফিল্ডিং কোচ আছেন, তার কাছে জিজ্ঞাস করবো এই অবস্থা হলো কীভাবে। বাংলাদেশ দলের ফিল্ডিং তো এত খারাপ ছিল না। হঠাৎ এমন খারাপ হলো কেন। আগে তার জবাবটা নিয়ে নিই, তারপর সিদ্ধান্ত নেব নতুন কোচ নেব কি না।'


ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডেভিড ওয়ার্নের ক্যাচ শুরুতেই ফেলে দিয়েছিলেন সাব্বির রহমান। শেষ পর্যন্ত ওয়ার্নার ১৬৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়তে অবদান রাখেন। ভারতের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মার সহজ ক্যাচ ফেলে দেন তামি ইকবাল। ৯ রানে জীবন পাওয়া রোহিত সেঞ্চুরি হাঁকান।



শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেও খুবই বাজে ফিল্ডিং করেছে বাংলাদেশ। এ ম্যাচে কুশল মেন্ডিসের ক্যাচ ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাজে ফিল্ডিংয়ের কারণে বেশ কয়েকটি বাউন্ডারি দিয়েছে বাংলাদেশ দল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball