promotional_ad

জাতীয় দলের ক্রিকেটারদের পাপনের হুমকি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটারদের বোলিং কিংবা ব্যাটিংয়ের পারদর্শিতাকে বেশি প্রাধান্য দিয়েই জাতীয় দলে জায়গা দেয়া হয়। এবার এর সঙ্গে যুক্ত হবে ফিল্ডিংয়ের দক্ষতাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ফিল্ডিংয়ে দক্ষ না হলে জাতীয় দলে জায়গা মিলবে আর কারো।


বর্তমানে বাংলাদেশ দলের হয়ে খেলা ক্রিকেটারদেরও এক প্রকার হুমকি দিয়েছেন তিনি। তাঁর মতে, ব্যাটিং কিংবা বোলিংয়ে খারাপ করলে দলে জায়গা হারায় ক্রিকেটাররা। এখন থেকে ফিল্ডিংয়ের বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখা হবে।



promotional_ad

বাজে ফিল্ডিংয়ের কারণে জায়গা হারাতে হবে ক্রিকেটারদের, সতর্ক করেছেন পাপন। শনিবার মিরপুরে সাংবাদিকদের সামনে বাংলাদেশ দলের ফিল্ডিং ইস্যুতে এসব কথা বলেন তিনি।


তাঁর ভাষায়, 'ভালো ব্যাটিং না করলে সুযোগ দেই না, আস্তে করে তার বিকল্প আনি। ভালো বোলিং না করলে তাকে সহজেই বাদ দিয়ে দিই। কিন্তু ফিল্ডিং খারাপ করলে আমরা কিছু করি না। আজ আমরা একটা জিনিস বুঝেছি, এখন থেকে ফিল্ডিংয়েও সমান গুরুত্ব দেব আমরা। ফিল্ডিং ভালো না করলে জায়গা হবে না।'


বিশ্বকাপে বাংলাদেশ দলের ফিল্ডিং হতাশ করেছে পাপনকে। বাজে ফিল্ডিংয়ের ধারাবাহিকতা শ্রীলঙ্কা সিরিজেও ধরে রেখেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এতে বেশ ক্ষুব্ধ হয়েছেন বিসিবি সভাপতি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball