promotional_ad

ভারতে কাল মুমিনুলদের সেমিফাইনাল পরীক্ষা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতে চলমান ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে আগামীকাল (২৮ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। সেমিফাইনালে ছত্তিসগড় স্ট্যাট ক্রিকেট সংঘের বিপক্ষে খেলবে মুমিনুল হকের দল।


গ্রুপ 'বি' এর শীর্ষ দল হিসেবে টুর্নামেন্টের সেরা চারে জায়গা করে নিয়েছে বিসিবি একাদশ। গ্রুপ পর্বে এক ম্যাচ জিতে এবং দুই ম্যাচ ড্র করে ১১ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে সফরকারী দলটি।


বিধারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ড. ডিওয়াই পাটিল ক্রিকেট একাডেমির বিপক্ষে ড্র করেছে মুমিনুলরা। কেএসসিএ সেক্রেটারিস একাদশকে ১০ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ।



promotional_ad

ছত্তিসগড় টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ 'সি' থাকা দলটি তিন ম্যাচের দুটিতে জিতেছে। ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'সি' এর শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।


বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে পেসার কামরুল ইসলাম রাব্বিকে সেমিফাইনালের জন্য ভারতে ডাকা হয়েছে।


অন্য সেমিফাইনালে কার্নটাকা স্ট্যাট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ মুখোমুখি হবে আন্ধ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশনের। এই ম্যাচটিও রবিবার মাঠে গড়াবে।


বিসিবি একাদশ স্কোয়াডঃ



মুমিনুল হক (অধিনায়ক), আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, এবাদত হোসেন, রবিউল হক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম, আরিফুল হক, তাইজুল ইসলাম, ইয়াসির আলি, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball