অনেক নাটকের পর নান্নুই প্রধান নির্বাচক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনেক নাটকের অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হওয়া গেছে, মিনহাজুল আবেদিন নান্নুই পালন করবেন প্রধান নির্বাচকের দায়িত্ব। তাঁর সঙ্গে দায়িত্বে থাকছেন হাবিবুল বাশারও। শনিবার (২৭ জুলাই) বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
দুই সদস্যের নির্বাচক কমিটি ভেঙে তিন সদস্যের কমিটি গঠন করার কথা থাকলেও দুই জনের নির্বাচক কমিটিই রেখেছে বিসিবি।

পাপন বলেন, 'আমরা আগের নির্বাচক কমিটিকেই দায়িত্বে রেখেছি। কোনো পরিবর্তন হয়নি। মিনহাজুল আবেদিন নান্নুই প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবে।'
যদিও বোর্ডের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছিল, প্রধান নির্বাচকের পদ হারাতে পারেন নান্নু। কিন্তু শেষ পর্যন্ত অনেক রঙ ছড়িয়ে দায়িত্বে বহাল আছেন নান্নু।
তিন বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে মিনহাজুল আবেদীন নান্নু। তাঁর সঙ্গে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন হাবিবুল বাশার সুমনও। এবার প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন বাশার।
গুঞ্জন ছিল, প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কিন্তু বোর্ড মিটিংয়ে তাঁকে বিবেচনায় নেয়নি বিসিবি।