নতুন পেস বোলিং কোচ পেলেন মুস্তাফিজরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শনিবার (২৭ জুলাই) বোর্ড মিটিংয়ে বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ চূড়ান্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার চার্ল ল্যাঙ্গেভেল্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁর ভাষায়, 'আমরা ল্যাঙ্গেভেল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। তাঁর সঙ্গে আমাদের সব চুক্তি চূড়ান্ত করা শেষ।'

২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার কোর্টনি ওয়ালশ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ওয়ালশের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। কিন্তু বিশ্বকাপ শেষে ক্যারিবীয় এই সাবেক পেসারের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি।
যে কারণে ইংল্যান্ড থেকে দেশে ফিরে যান ওয়ালশ। তাঁর বিদায়ের পর নতুন কোচের সন্ধানে ছিল বোর্ড। শেষ পর্যন্ত প্রোটিয়া সাবেক পেসার ল্যাঙ্গেভেল্টের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।
দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ল্যাঙ্গেভেল্ট। বাংলাদেশের সঙ্গে চুক্তি করার আগে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬টি টেস্ট, ৭২টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ল্যাঙ্গেভেল্ট। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ১৬ উইকেট, ওয়ানডেতে ১০০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১৭ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।
ঘরোয়া ক্রিকেটে বেশ অভিজ্ঞ ডানহাতি এই পেসার। ১০৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ৩৩৪টি উইকেট রয়েছে তাঁর। লিস্ট 'এ' তে ২৩৩ ম্যাচ খেলে ৩৫৯ উইকেট নিয়েছেন তিনি।