নান্নু বাদ, প্রধান নির্বাচক বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন আনা হবে আগে থেকেই এমন গুজন চলছিল। শনিবার (২৭ জুলাই) বোর্ড মিটিংয়ের শুরুতেই নতুন নির্বাচক প্যানেল তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তে নতুন গঠিত এই নির্বাচক কমিটি থেকে বাদ পড়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাঁর পরিবর্তে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুই সদস্যের নির্বাচক কমিটি ভেঙে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। যেখানে বাশারের সঙ্গে দায়িত্বে থাকবেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং জাভেদ ওমর বেলিম।
গুঞ্জন ছিল, প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কিন্তু বোর্ড মিটিংয়ে তাঁকে বিবেচনায় নেয়নি বিসিবি।
তিন বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। তাঁর সঙ্গে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন হাবিবুল বাশার সুমনও। এবার প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন বাশার।