শুরুর পর্বেই অধিনায়ক তামিমের দায় স্বীকার
ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়কত্বের প্রথম পর্বেই হতাশ হতে হল তামিম ইকবালকে। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে হারের দিনে ব্যাট হাতেও শুন্য রানে ফিরেছেন তামিম। ম্যাচ শেষে দায় স্বীকার করতে ভুল করেননি তিনি।
পুরস্কার বিতরণীতে বলেন, 'আমি ব্যাটিং করার সময় একটু ভুগেছি। অধিনায়ক হিসেবে আমার উচিত ছিল দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া।'

প্রথম ওয়ানডে ম্যাচে ৯১ রানে হেরে গেলেও বাকি দুইটি ম্যাচে ভালো ফলাফলের প্রত্যাশা করছেন বাঁহাতি এই ওপেনার। স্কোয়াডের সব ক্রিকেটারের প্রতিই ভরসা রাখছেন তিনি
তামিম আরও বলেন, 'আমাদের আবার আলোচনা করতে হবে। এখনও আমরা সিরিজে আছি। দুইটি ম্যাচ বাকি। আমরা ভালো করতে পারব এমনটাই আশা করছি।
স্কোয়াডের ১৫ জন নিয়ে আমি অনেক খুশি। আমাদের এখন পরস্পরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাদের সেই ক্ষমতা আছে, শুধু দায়িত্ব নিতে হবে।'
লঙ্কান মিডল অর্ডারের সামনে এদিন অসহায় ছিল বাংলাদেশের বোলাররা। যদিও শেষদিকে ভালো বোলিং করায় অধিনায়কের প্রশংসা পাচ্ছেন তারা। বোলারদের প্রসঙ্গে তামিম বলেন, 'এক সময় মনে হচ্ছিল তারা আমাদের সামনে ৩৫০-৬০ রানের লক্ষ্য দাঁড় করাবে। এক্ষেত্রে বলব বোলাররা ভালো করেছে।'