রান আউটের ফাঁদে মোসাদ্দেক

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করে কুশল জেনিথ পেরেরার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে পেসার শফিউল ইসলাম নেন ৩টি উইকেট। ৩১৫ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।
রান আউটের ফাঁদে মোসাদ্দেকঃ
লাহিরু কুমারার করা ৩৪তম ওভারের তৃতীয় বলটি ওয়াইড ঘোষণা করেছিলেন আম্পায়ার। কিন্তু মোসাদ্দেক রান নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন উইকেটরক্ষক কুশাল মেন্ডিজের সরাসরি থ্রোতে। মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে ১২ রান।
সাব্বিরের বিদায়ঃ
৪২ বলে অর্ধশতক তুলে নেয়া সাব্বির ব্যক্তিগত ৬০ রানে ধনঞ্জয়াকে উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফেরেন আভিষ্কা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে।

মুশফিক-সাব্বিরের জুটিঃ
মিঠুন, সৌম্য এবং রিয়াদ পরপর ফিরে গেলে পঞ্চম উইকেটে দারুণ এক জুটি গড়েন মুশফিকুর রহীম এবং সাব্বির রহমান। এই দুজনের ব্যাটেই বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ।
সাজঘরে মিঠুন, সৌম্য এবং রিয়াদঃ
ব্যক্তিগত ১০ রানে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউয়ের হয়ে আউট হন মিঠুন। বাঁচার জন্য রিভিউ নিয়েছিলেন তিনি। তবে টিভি রিপ্লেতে দেখা যায় বল মিডল স্টাম্প স্পর্শ করেছে। ফলে থার্ড আম্পায়ারও আউট দেন। এর পরের ওভারেই মালিঙ্গার বলে ১৫ রান করে বোল্ড হয়ে যান বাংলাদেশের বাঁহাতি ওপেনার সৌম্য। খানিক পর লাহিরু কুমারার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহও।
খাতা খোলার আগেই ফিরলেন তামিমঃ
ব্যাটিং করতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনার তামিম ইকবালকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলতে নামা পেসার লাসিথ মালিঙ্গা। তাঁর দুর্দান্ত ইয়র্কারে ৫ বলে ০ রান করে বোল্ড হয়ে ফেরেন চলতি সিরিজে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত এই অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ৩১৪/৮ (৫০ ওভার) (কুশল পেরেরা ১১১) (শফিউল ৩/৬২)
বাংলাদেশঃ ১৮৪/৬ (৩৪ ওভার) (মুশফিক ৫৯*)