ভারতকে জবাব দিতে পারবে বাংলাদেশ যুবারা?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ যুবারা। চেল্টেনহ্যামে আগামীকালের (২৭ জুলাই) ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়াবে।
ইতোমধ্যে সিরিজে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক জয় এবং এক পরাজয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। প্রথম ম্যাচে ইংলিশদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ যুবারা।
তানজিম হাসান সাকিব, শামিম হোসেনদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২০০ রানের পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ৭১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আকাবর আলীর দল।

দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩৫ রানে হেরেছে বাংলাদেশের যুবারা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতীয় যুবাদের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি আকবর-শামিমরা। তিন ওভার বাকি থাকতেই ২২৯ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শনিবারের এই ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা পিছিয়ে থেকে মাঠে নামতে হবে আকবরবাহিনীকে। উল্টো চিত্র ভারতীয় শিবিরে। কারণ নিজেদের খেলা দুই ম্যাচেই জিতেছে দলটি। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় যুবারা।
বাংলাদেশ যুবারা অবশ্য গত ম্যাচ হারের জবাব দিতে মরিয়া থাকবে। সঙ্গে ভারতকে হারিয়ে জয়ের ছন্দেও ফিরতে চাইবে আকবর আলী-তৌহিদ হৃদয়রা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
ভারত অনূর্ধ্ব-১৯ দলঃ
প্রিয়ম গর্গ (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, ঠাকুর তিলক বর্মা, দিব্যাংশ সাক্সেনা, শাশ্বত রাওয়াত, ধ্রুব চাঁদ জুরেল (উইকেটকিপার), শুভাঙ্গ হেজ, রবি বিষ্ণই, বিদ্যধর পাতিল, সুশান্ত মিশ্র, রসিক সালাম, সমীর রিজভি, প্রজ্ঞেশ কানপিলেওয়ার, কামরান ইকবাল, প্রিয়েশ প্যাটেল (উইকেটকিপার), করণ লাল, পূর্ণক ত্যাগী ও অংশূল খাম্বোজ৷