সাকিবের জায়গায় মিঠুন ভালো করুকঃ তামিম

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হজ পালনের জন্য শ্রীলঙ্কা সফরে নেই সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে তাই সাকিবের তিন নম্বর পজিশন সামলানোর দায়িত্ব পড়েছে মোহাম্মদ মিঠুনের কাঁধে। গুরুদায়িত্বের সদ্ব্যবহার করুক মিঠুন, এমনটাই চাওয়া ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালের।
কলম্বোতে সাংবাদিকদের তামিম বলেন, 'মিঠুন সুযোগ পেয়েছে এটি বেশ ভালো হয়েছে। সে বাংলাদেশের জন্য আসলেই অনেক ভালো করেছে। ব্যাটিংয়ে পাঁচ নম্বরে খেলে সে।

আমাদের নিয়মিত তিন নম্বরের ব্যাটসম্যান (সাকিব) এখানে নেই। তাই সে এই সুযোগটি পেয়েছে এবং তাকে দুই হাতে এটি কাজে লাগাতে হবে।'
প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে নেমে ৯১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন বাংলাদেশের হয়ে নিয়মিত পাঁচে ব্যাটিং করা মিঠুন। তিন নম্বরে তাঁর এমন একটি ইনিংসে আশার আলো খুঁজে পাচ্ছেন তামিম।
'সে (মিঠুন) প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছে। হাফ সেঞ্চুরি করার পর সে ইনিংস বড় করছিল। তবে দুর্ভাগ্যক্রমে সে সেঞ্চুরি মিস করেছে। তবে সে যেভাবে দায়িত্ব পালন করেছে এবং দলকে এগিয়ে নিয়েছে তা অসাধারণ।
আমি আশা করবো সে তার এই ব্যাটিংয়ের ধারা বজায় রাখতে পারবে বাংলাদেশের জন্য এবং আমি আশা করি সে আগামীকালও এমনটা করতে পারবে।' বলেছেন তামিম।