promotional_ad

মালিঙ্গাকে কোনো ছাড় নয়: তামিম

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। তবে বিদায়ী ম্যাচে তাঁকে একটুও ছাড় দিতে চান না তামিম। 


কলম্বোতে সাংবাদিকদের তামিম বলেছেন, 'একটি বিষয় নিশ্চিত যে যখন আমরা তাঁর বিপক্ষে খেলব তখন আমরা মাথায় রাখব না যে এটি তাঁর শেষ ম্যাচ এবং যতটা সম্ভব কঠিনভাবে খেলার চেষ্টা করব। 



promotional_ad

বাংলাদেশের জন্য ম্যাচটি জেতার চেষ্টা করব। আমি তাঁর সাফল্য কামনা করছি। তবে আগামীকালের জন্য খুব বেশি নয়।'


২২৫ ম্যাচে ৩৩৫টি উইকেটের মালিক মালিঙ্গাকে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের বিশেষ দূত হিসেবে আখ্যায়িত করেছেন তামিম। 


আন্তর্জাতিক ওয়ানডেতে মালিঙ্গার অপরিসীম অবদানকে সম্মান জানিয়ে তামিম বলেন, 'আমি মনে করি সে খেলাটির অসাধারণ একজন দূত। আমার মতে সে এমন একজন ক্রিকেটার যাকে অনেক ছোট ছোট খেলোয়াড় খেলতে দেখেছে। শুধু শ্রীলঙ্কায় নয়, পুরো বিশ্বেই। 



আমার এখনও মনে আছে যখন সে প্রথম খেলতে এসেছিলো। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে। মানুষ তাঁর মতো বোলিং করতে চাইতো। এমনকি আমরা যখন শ্রীলঙ্কায় খেলতাম তখন মালিঙ্গার মতো বোলার খুঁজতাম নেটে। এই ধরনের প্রভাব সে ফেলেছে বিশ্ব ক্রিকেটে।'


সব শেষে মালিঙ্গাকে শুভকামনা জানিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, 'তাঁর সকল অর্জন এবং সে যা কিছু অর্জন করেছে শ্রীলঙ্কা এবং বিশ্ব ক্রিকেটের জন্য আসলেই অসাধারণ। আমার দল এবং দেশের পক্ষ থেকে আমি তাঁকে শুভকামনা জানাই।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball