promotional_ad

নান্নু ও বাশারের প্রতি সন্তুষ্ট পাপন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দীর্ঘ তিন বছর প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না বিসিবি। নান্নুর পাশাপাশি নির্বাচক হাবিবুল বাশার সুমনেরও বিদায় অনেকটা নিশ্চিত বলা চলে। বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র থেকে এরই মধ্যে জানা গেছে বিষয়টি।  


আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় বিসিবির সভাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে নান্নু ও বাশারের বিদায় ঘণ্টি বেজে গেলেও তাদের দল নির্বাচন প্রক্রিয়া যথেষ্ট ভালো ছিল বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 



promotional_ad

বিসিবি প্রধান বলেন, 'খারাপ নয়। অসন্তুষ্ট হওয়ায় মতো পারফর্মেন্স এখনো দেখিনি। কারণ আপনি যদি পারফর্মেন্স গুলা দেখেন আমি বলব ভালোই। পারফরম্যান্সের সঙ্গে সবকিছু মিলে না তবে যদি পারফর্মেন্স হিসেব করেন তাহলে আমি বলব ভালোই। এমন কোন খেলোয়াড় দেখেনি যারা ভালো খেলছে কিন্তু নেয়নি। বা খারাপ খেলছে এমন কাউকে দলে রাখা হচ্ছে এমন কোনো রিপোর্ট আমাদের চোখে পড়েনি। সেদিক দিয়ে যদি বলেন তাহলে ঠিক আছে।'


দলের পারফরম্যান্সের নির্বাচকদের পারফরম্যান্স মেলাতে চান না পাপন। শক্তিশালী দল নির্বাচন করা হলেও মাঠে ভালো খেলার বিষয়টি যে পুরোপুরি খেলোয়াড়র সেটাও মানছেন তিনি। আর সেই কারণেই নির্বাচকদের দোষ দিতে চাইছেন না বোর্ড প্রধান।


পাপনের ভাষ্যমতে, 'দলের পারফর্মেন্সের সঙ্গে নির্বাচকদের পারফর্মেন্স আমি মিলাই না। কারণ যত ভালো দলই নির্বাচন করা হোক না কেন মাঠে যদি খেলোয়াড়রা ভালো খেলতে না পারে, সেভাবে ফলাফল না দিতে পারে তাহলে এতে কি করার আছে। তারপরও ফলাফল ভালো। এবারের বিশ্বকাপে সেরা যে কয়েকটি পার্ট আছে সেগুলো আমি মনে করি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, আইসিসি বোর্ড মিটিং থেকে শুরু করে যার সঙ্গেই দেখা হচ্ছে সবাই বাংলাদেশ দলের প্রশংসা করেছে। এই যে একটা স্বীকৃতি এটা এর আগে আমরা কখনো পাইনি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball