promotional_ad

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াডে পরিবর্তন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আর এই স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে নিরোশান ডিকওয়েলা, দানুস্কা গুনাথিলাকা, লক্ষ্মণ সান্দাকান এবং লাহিরু মাদুশাংকাকে।


তামিমদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি এই চার ক্রিকেটার। তিন বল খেলে শুন্য রানে সাজঘরে ফিরতে হয় ২৬ বছর বয়সী ডিকওয়েলাকে। অপরদিকে গুনাথিলাকা শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনি। মাত্র ২৬ রানে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।    



promotional_ad

অবশ্য এদিক থেকে নিজেদের ভাগ্যকে দুষতে পারেন সান্দাকান এবং মাদুশাংকা। কারণ ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকার পরেও প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি স্পিনার সান্দকানের। আর ডানহাতি পেসার মাদুশাংকা খেলার সুযোগ পেলেও বোলিং করেননি।  


এদিকে ডিকওয়েলা, গুনাথিলাকা, সান্দাকান এবং মাদুশাংকাকে বাদ দেয়া হলেও স্কোয়াডে থাকছেন শিহান জয়সুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো এবং লাহিরু কুমারা। এছাড়াও অবসরের দ্বারপ্রান্তে থাকা লাসিথ মালিঙ্গার পরিবর্তে দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন দাশুন শানাকা।  


এর আগে বাংলাদেশের বিপক্ষে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এবার প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ১৮ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করেছে তারা। 



বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াডঃ  দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাশুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball