মাশরাফিদের শেষ ম্যাচ একটুও মনে ধরেনি পাপনের
ছবি: ছবি- রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচের আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে তাই ভালো খেলতে পারেনি মাশরাফিবাহিনী। ম্যাচটি একেবারেই পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।
'শুধু পাকিস্তানের সাথে আমাদের ম্যাচটি একদম পছন্দ হয়নি আমার। এটার অনেক কারণ ছিল। সেমি ফাইনালে যেতে পারবেনা তাই ওদের কাছে হয়তো মনে হয়েছে ম্যাচটি গুরুত্বহীন। এই খেলাটা আমার একদম ভালো লাগেনি।'

শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করতে পারতো বাংলাদেশ। ম্যাচটি হারায় বাংলাদেশকে গ্রুপ পর্ব শেষ করতে হয়েছে তালিকার আট নম্বরে থেকে।
অবশ্য অন্য ম্যাচে বাংলাদেশের পারফর্মেন্স মনে ধরেছে পাপনে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব-মুশফিকদের আগ্রাসী মনোভাবের প্রশংসা করেছেন তিনি।
'এছাড়া প্রত্যেকটা খেলা আমার মনে হয় ভালো খেলেছে, সব জিততে পারেনি। কিন্তু ঠিক আছে ভালো খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি বলব দারুণ জয়। অসধারন খেলেছে, বিদেশের মাটিতে জেতা সহজ কথা না।
বিশ্বকাপ যারা খেলে সবাই ভালো,তাও আমরা জিতেছি। অস্ট্রেলিয়ার সাথে ৩৩৩ করেছি, এতো রান করতে গেলে তো ১০০-১৫০তে অল আউট হয়ে যাওয়ার কথা। এইজে ৩৩৩ করেছি অনেক বড় অর্জন।' বলেছেন পাপন।