কারা খেলবেন এশিয়া অলস্টার্স বনাম বিশ্ব একাদশের ম্যাচ?

ছবি: ছবিঃ পিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে লড়বে এশিয়া অলস্টার্স বনাম রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ড।
এশিয়া এবং এশিয়ার বাইরের দেশগুলোর নামিদামি ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। অবশ্য আগামী বছরের এই টুর্নামেন্টটি নিয়ে বিসিবি অন্য দেশের সঙ্গে এখনও কোনো আলোচনা করেনি। তবে বিসিবির নজর আছে এশিয়ার শীর্ষস্থানীয় সবগুলো দেশের দিকেই।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার বলেছেন, 'কারা খেলবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়নি। এশিয়া অলস্টার্স বলতে বিবেচনায় কারা কারা, কারো সাথে কিন্তু আমাদের যোগাযোগ হয়নি।'

'এখন এখানে ভারত আছে, পাকিস্তান আছে, শ্রীলংকা আছে, আফগানিস্তান আছে আর সাথে বাংলাদেশ। তো প্রধানত আমাদের নজরে এই পাঁচটি দেশ থেকে ক্রিকেটার নিয়ে আমরা দল করতে পারি।' যোগ করেছেন পাপন।
ভালো মানের ক্রিকেটার নিশ্চিত করতে সামনের বছর ১৮ থেকে ২১ মার্চ আইসিসির ফিউচার ট্যুর পোগ্রামে (এফটিপি) নজর দেবে বিসিবি, নিশ্চিত করেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক।
'এফটিপি অনুযায়ী কোনো দলের যদি খেলা থাকে তাহলে ওই দলগুলো তো পাব না। আর বাইরের যতগুলো দেশ আছে, আমাদের ধারণা অনুযায়ী দুই দল ছাড়া সব দল পাওয়া যাবে। তো এই দুই দেশ সে সময় টি-টোয়েন্টি খেলছে না, কাজেই তাদের টি-টোয়েন্টি ক্রিকেটার হয়তো মুক্ত থাকছে।
আমরা পূর্বের কত নামিদামি ক্রিকেটার ছিল, ওগুলোর দিকে যাচ্ছি না। বর্তমানের সেরা ক্রিকেটার কারা, আমরা তাদের নিয়ে করতে চাচ্ছি। সত্যিকার অর্থেই এটা একটা উপভোগ্য সিরিজ হবে।'
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের স্বীকৃতি পেতে যাচ্ছে এই দুটি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাওয়ায় কোনও দলের ক্রিকেটাররা হাল্কাভাবে নেবে না ম্যাচটি, বিশ্বাস করেন পাপন।
'আন্তর্জাতিক মর্যাদা পাওয়াতে প্রত্যেকেই ভালোভাবে নিবে ম্যাচটি। এটাও বড় কথা। এখানে আসলাম, খেলে গেলাম- এভাবে নেবে না। এখন এটা যেহেতু স্ট্যাটাসে আসবে তাদের ব্যক্তিগত র্যাঙ্কিং নির্ভর করবে বা অনেককিছুই নির্ভর করবে।'