মিরপুরে এশিয়া অলস্টার্স বনাম রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ড ম্যাচ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়া অলস্টার্স বনাম রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ডের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের স্বীকৃতি পেতে যাচ্ছে এই দুটি ম্যাচ।
২০২০ সালের ১৮ মার্চ থেকে ২১ মার্চের মধ্যে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ইংল্যান্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় এই ম্যাচটিকে আন্তর্জাতিক ম্যাচের সমমর্যাদা দিয়েছে বিভিন্ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার বলেন, 'বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা যে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা বলি, ওটা আমরা উপস্থাপন করেছিলাম।
সব শোনার পর আইসিসির বোর্ড মেম্বাররা আমাদের সমর্থন দিয়েছে। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ম্যাচ আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে। মানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্ট্যাটাস পাবে।'

এই ম্যাচটিকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিতে বেশ কষ্ট করতে হয়েছে বিসিবি কর্তাদের। সাধারণত আইসিসি এ জাতীয় ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় না।
পাপন বলেন, 'যে সমস্যাটা হয়েছে, ওরা ওখানে দেশকে অনুমতি দেয়। সদস্য দেশ ছাড়া অনুমতি দিতে পারে না। ধরেন এর আগে দিয়েছে পাকিস্তান বনাম রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ডকে। তো পাকিস্তান হচ্ছে মেম্বার, তাদের দিয়েছে। এ জন্য তারা আন্তর্জাতিক স্ট্যাটাস দিতে পেরেছে ওই ম্যাচকে।
আমরা দুটো অঞ্চল নিয়ে প্রস্তাব করেছি। একটা হচ্ছে এশিয়া অলস্টার আরেকটা হচ্ছে রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ড। তাহলে কাকে দিচ্ছে? ওখানে সদস্য দেশ কে? সদস্য দেশ বলে তো ওখানে কেউ নাই। তো আইসিসির আইনকানুনে এটা কোনো ভাবেই করে না।' তবু বিষয়টিকে বিবেচনায় নিয়ে ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে আইসিসি।
ভবিষ্যতে কোনও দেশ যদি এমন ম্যাচ আয়োজন করে তাহলে সেই ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে কী না এই ব্যাপারেও স্পষ্ট বলে দিয়েছে আইসিসি।
'এটাকে রেফারেন্স হিসেবে দেখিয়ে ভবিষ্যতে আর কেউ নিতে পারবে না। এটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু। আমি মনে করি বাংলাদেশের পক্ষে আইসিসির প্রত্যেকটা বোর্ড মেম্বারের এমন একটা সিদ্ধান্ত নেওয়া, এটা আমাদের জন্য একটি বিরাট পাওয়া।'