সৌম্যর 'গোল্ডেন আর্ম' কাজে লাগাতে চায় বাংলাদেশ

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাম্প্রতিক সময়ে বল হাতে দলকে মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ সেবা দিচ্ছেন সৌম্য সরকার। বল হাতে প্রয়োজনীয় সময়ে ব্রেক থ্রু এনে দিচ্ছেন দলকে। মিডিয়াম এই পেসারের এই 'গোল্ডেন আর্ম' কাজে লাগাতে চান বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন।
বিশ্বকাপে সৌম্যর বোলিং বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাওয়াজার ১২১ রানের জুটি ভেঙেছেন সৌম্য।

সেই ম্যাচে ৩ উইকেট নিয়েছেন ডানহাতি এই বোলার। ভারতের বিপক্ষেও রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ১৮০ রানের জুটি ভেঙেছেন সৌম্য। এবার শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ম্যাচেও নিজের বোলিং সামর্থ্য দেখিয়েছেন সৌম্য। শ্রীলঙ্কা প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে দুটি উইকেট নিয়েছেন তিনি।
সৌম্যর বোলিং কাজে লাগানো প্রসঙ্গে সুজন বলেন, 'আমি চাই সৌম্য বল করুক। সৌম্যর সামর্থ্য রয়েছে। মিডল ওভারে সে ভালো বোলিং করছে। অবশ্যই এটা অধিনায়কের সিদ্ধান্ত। যদি ওকে কাজে লাগে তখন ব্যবহার করার জন্যই তাকে তৈরি করছি।
যাতে ও ম্যাচে বল করার জন্য প্রস্তুত থাকে। কালকে সৌম্য সেভাবেই সাড়া দিয়েছে, আপনি যেটা বললেন সে ব্র্যাক থ্রু এনে দিয়েছে। আমরা অবশ্যই তাকে নিয়ে সেভাবে চিন্তা ভাবনা করছি যেন ম্যাচে কাজে লাগানো যায়।'
৫২ ওয়ানডে খেলা সৌম্য ১১ ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছেন। যেখানে তিনি তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া ১০টি টি-টোয়েন্টি ইনিংসে বোলিং করা সৌম্যর উইকেট চারটি। টেস্ট ক্রিকেটেও তিনটি উইকেট পেয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।