নির্বাচকদের বাধ্য করতে চান গিল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ভারতের তিন ফরম্যাটের স্কোয়াডে জায়গা হয়নি শুভমন গিলের। দুর্দান্ত ফর্মে থেকেও দলে ডাক না পাওয়ায় বেশ হতাশ ভারতীয় তরুণ এই ক্রিকেটার।
তবে ডাক না পেয়ে থেমে থাকতে চান না এই ব্যাটসম্যান। পারফর্মেন্স দিয়ে কড়া নেড়ে যেতে চান নির্বাচকদের দুয়ারে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে 'এ' দলের সিরিজে ব্যাট হাতে ফর্মের তুঙ্গে ছিলেন ডানহাতি ব্যাটসম্যান গিল।

চার ম্যাচে ২১৮ রান নিয়েছেন তিনি। অথচ মানিশ পাণ্ডে চার ম্যাচে ১৬২ রান এবং শ্রেয়াস আইয়ার চার ম্যাচে ১৮৭ রান নিয়েও ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন।
হতাশ হলেও গিলের লক্ষ্য নির্বাচকদের বাধ্য করা। নিজের সামর্থ্য দেখিয়ে ধারাবাহিক পারফর্মেন্স ধরে রাখা। 'রবিবার দল ঘোষণার জন্য অপেক্ষা করে বসে ছিলাম। অন্তত একটি দলে সুযোগ পাব বলে আশা করেছিলাম।
কোনো দলেই সুযোগ না পাওয়ায় আমি হতাশ। তবে এটা নিয়ে ভেবে সময় নষ্ট করব না আমি। আমি রান করে যাব। পারফর্ম করে যাব। যাতে নির্বাচকদের প্রভাবিত করতে পারি।' বলেছেন তিনি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র ৯টি ম্যাচ খেলেই ১ হাজারের কাছাকাছি রান রয়েছে তাঁর নামের পাশে। লিস্ট 'এ' ক্রিকেটে ৪৭টি ম্যাচ খেলে ৪৭.৩৬ গড়ে ১৯৪২ রান সংগ্রহ করেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নিচের দিকে ব্যাট করেও তাঁর গড় ৩২.৩১। স্ট্রাইক রেট যথেষ্টই প্রশংসনীয়, ১৩২.৯০।
আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সিরিজ। তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।