বড় বিপদে মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী মনে করেন, কাঁধের ইনজুরি বড় ক্ষতি করেছে মাহমুদউল্লাহ রিয়াদের। সম্পূর্ণ ফিট হয়ে কখনোই খেলতে পারবেন না মাহমুদউল্লাহ। কারণ ব্যাটিং কিংবা বোলিং করতে পারলেও ফিল্ডিংয়ে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হবে তাঁকে, জানিয়েছেন দেবাশিস।
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। তাঁর কাঁধের এই চোটের কারণে সম্পূর্ণ শক্তিতে বল থ্রো করতে পারবেন না মাহমুদউল্লাহ। বুদ্ধিমত্তার সঙ্গে মাঠে ফিল্ডিং করতে হবে তাঁকে, পরামর্শ দিয়েছেন বিসিবি চিকিৎসক।

'বোলিং করতে পারলেও কাঁধের ইনজুরির কারণে বড় ক্ষতি হয়েছে মাহমুদউল্লাহর। যার প্রভাব পড়বে তার ফিল্ডিংয়ে। পূর্ণ শক্তিতে এখন আর বল থ্রো করতে পারবেন না এই অলরাউন্ডার।'
'বোলিংয়ে কোনো প্রকার সমস্যা না থাকলেও ফিল্ডিং এই চোট পেছনে ফেলে দিবে রিয়াদকে। তাকে ধীরে ধীরে চতুরতার সাথে ফিল্ডিং করতে হবে। কিন্তু এই চোট পুরোপুরি ভাবে কখনো সেরে উঠবে না। কারণ সেই জায়গায় এখনো টিয়ার রয়েছে।' ডেইলি স্টারকে বলেছেন তিনি।
কাঁধের এই ইনজুরি নিয়েই ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ খেলেছেন এই অলরাউন্ডার। কিন্তু তাঁর কাছ থেকে বোলিং সেবা গত ছয় মাসে পায়নি বাংলাদেশ। তবে এখন বোলিং করতে প্রস্তুত মাহমুদউল্লাহ, নিশ্চিত করেছেন দেবাশিস।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বোলিং করতে পারবেন এই অফ স্পিনার। রবিবার শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৩ ওভার বোলিংও করেছেন তিনি।
বোলার মাহমুদউল্লাহকে ফিরে পাওয়া বাংলাদেশ দলের জন্য স্বস্তির কারণ। কিন্তু ফিল্ডিংয়ে সম্পূর্ণ উদ্যম দেখাতে না পারা মাহমুদউল্লার জন্য অস্বস্তির কারণ হওয়াটাই স্বাভাবিক।