সিরিজ বাঁচানোর লড়াই ইমরুলদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ 'এ' দল। চারদিনের ম্যাচের সিরিজে পরাজয়ের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-০ তে পিছিয়ে ইমরুল কায়েস, আফিফ হোসেনরা। আগামীকাল (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলটির বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামলেও পরাজয়ের স্বাদ পেতে হয়েছে স্বাগতিকটিকে। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে ইমরুলরা।

বাংলাদেশ 'এ' দলের কাছে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ বাঁচাতে হলে ম্যাচটি জিততেই হবে স্বাগতিকদের। তাই ইমরুলদের সর্বোচ্চ পারফর্মেন্স দিতে হবে বুধবারের এই ম্যাচটিতে।
সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ 'এ' দল। কারণ জাতীয় দলের হয়ে খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, এনামুল হক বিজয়, ফরহাদ রেজারা।
এই ক্রিকেটারদের অনুপস্থিতিতে আরও বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ 'এ' দলকে। কারণ জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটার থাকা সত্ত্বেও আফগানদের হারাতে সক্ষম হয়নি স্বাগতিকরা।
সিরিজে এগিয়ে থাকা আফগানিস্তান 'এ' দল এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে। দারুণ ছন্দে থাকা দলটি এই লক্ষ্যেই মাঠে নামবে।