হঠাৎ ওয়ানডে দলে শফিউল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার শফিউল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন শফিউল।
প্রায় দুই বছর পর ২০১৯ সালের শুরুতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়ে নির্বাচকদের বাধ্য করেছিলেন জাতীয় দলে তাঁকে ভেড়াতে।

যদিও নিউজিল্যান্ড সফরে শুধু দলের সঙ্গে তাঁকে রাখাই হয়েছিল। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। এবার লঙ্কানদের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ আবারো এসেছে তাঁর সামনে।
সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন শফিউল। বাংলাদেশের হয়ে ৫৬টি ওয়ানডে খেলেছেন শফিউল। ৫.৮৭ ইকোনমিতে ৬৩ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াডঃ
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম।