promotional_ad

অ্যান্ডারসনকে নিয়ে শঙ্কায় ইংল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন অ্যাশেজ সিরিজে জেমস অ্যান্ডারসনকে নিয়ে শঙ্কায় পড়ে গেছে ইংল্যান্ড। ডান পায়ের মাংশপেশীর ইনজুরিতে এরই মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ তারকা এই পেসার। 


অ্যান্ডারসনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী এক আগস্ট থেকে শুরু হতে যাওয়া ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে তাঁর খেলা নিয়ে রয়েছে আশঙ্কা। 



promotional_ad

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসনের অনুপস্থিতি নিঃসন্দেহে ভোগাবে ইংল্যান্ডকে। ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার গত ২ জুলাই কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় ডান পায়ের মাংশপেশীতে চোট পান। 


এমআরআই রিপোর্ট থেকে জানা যায়, এখনই মাঠে নামতে পারছেন না তিনি। তবু তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। কিন্তু এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘জিমি (অ্যান্ডারসন) এখন এজবাস্টনে অ্যাশেজের প্রথম ম্যাচের প্রস্তুতির জন্য কাজ করবে। অ্যান্ডারসনের চোট অবশ্য সুযোগ করে দিচ্ছে ওলি স্টোন ও লুইস গ্রেগরিকে। এই দুই পেসারের মধ্যে থেকে একজনের অন্তর্ভুক্তি নিশ্চিতই বলা চলে।’  


১৪৮ টেস্টে ৫৭৫ উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসের শীর্ষ উইকেট শিকারি এই পেসারের ধারে কাছে কেউ নেই। দুই নম্বরে থাকা স্টুয়ার্ট ব্রড ১২৬ ম্যাচে ৪৩৭ উইকেট পেয়েছেন। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball