শ্রীলঙ্কায় তাসকিন-রুবেলের তান্ডব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই। তবে এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নেমেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বোর্ড প্রেসিডেন্ট একাদশের অধিনায়ক নিরোশান ডিকওয়েলা। ফলে আগে ব্যাটিং করছে দলটি।
ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা বোর্ড প্???েসিডেন্ট একাদশঃ

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। তাঁরা দলীয় ১ রানেই ওপেনার ডিকওয়েলার উইকেট হারায়। দলটির অধিনায়ক কোনো রান না করেই এলবিডব্লিউয়ের ফাঁদে পরে আউট হন বাংলাদেশের পেসার রুবেল হোসেনের বলে।
এরপর ২৬ রান করা দানুশকা গুনাথিলাকা ২৬ রান করে তাসকিন আহমেদের শিকার হন। এরপর অশাদা ফার্নান্দোকে ব্যক্তিগত ২ রানে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে আউট করেছেন রুবেল।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ ৩৯/৩ (৯ ওভার)