প্রায় দুই বছর পর ফিরলেন নারিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টিতে ডাক পেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড এবং স্পিন তারকা সুনীল নারিন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ অগাস্ট। এছাড়াও প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যান্থনি ব্রাম্বল।
গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পোলার্ড। অপরদিকে অফ স্পিনার নারিন ২০১৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে খেলেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চেয়ারম্যান রবার্ট হেইনস দুই অভিজ্ঞ ক্রিকেটারের অন্তর্ভুক্তি প্রসঙ্গে বলেছেন, ‘আমরা মনে করি নারিন এবং পোলার্ডের মতো খেলোয়াড়রা সারাবিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলেছে এবং তারা বর্তমানেও খেলার জন্য ফিট। তাই তাদের আবার সুযোগ দেয়া উচিৎ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য।'
হেইনসের চিন্তায় অবশ্য শুধু ভারত সিরিজই নয়, তাঁর দৃষ্টি আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপেও। এর জন্য উপযুক্ত ক্রিকেটার প্রস্তুত করাই তাঁর লক্ষ্য। তাঁর ভাষায়, 'এখন শুধু ভারত সিরিজের কথা ভাবলেই হবে না। আমরা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেছি। সেটির জন্য সঠিক কম্বিনেশনের খেলোয়াড় প্রস্তুত করাই এখন আমাদের লক্ষ্য। যাতে আমরা শিরোপা ধরে রাখতে পারি।'
নারিন ও পোলার্ড ছাড়াও প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াডে থাকছেন আন্দ্রে রাসেল। তবে মাঠে নামার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হাঁটুর চোটে ভোগা এই অলরাউন্ডারকে। আর এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিবেন কার্লোস ব্রাথওয়েট।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্রাম্বেল (উইকেটরক্ষক), জন ক্যাম্পবেল, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনীল নারিন, কিমো পল, খারি পিয়েরে, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভমান পাওয়েল, আন্দ্রে রাসেল, ওশানে থমাস।