promotional_ad

এখানকার নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্টঃ তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এবারই প্রথমবারের মতো সেখানে খেলতে গেছে কোনও আন্তর্জাতিক দল।


গণমাধ্যমে তামিম বলেন, 'আমরা এখানকার নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। এখন ক্রিকেট ছাড়া কিছুই ভাবছি না। শ্রীলঙ্কার ক্রিকেটকে ধন্যবাদ জানাচ্ছি, এখন পর্যন্ত তাঁরা আমাদের যেভাবে আপ্যায়ন করেছে সেটা সত্যিকার অর্থেই দারুণ। আমি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।'


গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশটির বড় তিনটি হোটেলে হামলা চালানো হয়। এই হামলার কারণে দুই শতাধিক লোক প্রায় হারায়। আহত হয় ৪৫০ জনের বেশি। 



promotional_ad

ঘটনাটি স্মরণ করে তামিম বলেন, 'শ্রীলঙ্কায় প্রায় দুই মাস আগে যা হয়েছে সেটা সত্যিই অনেক খারাপ ছিল। আমরা যখন তাঁদের কাছে খেলার প্রস্তাব পেলাম তখন আমাদের বোর্ড, ক্রিকেটাররা আর সাধারণ মানুষ সেটা গ্রহন করার জন্য মুখিয়ে ছিল। সবাই বেশ ইতিবাচক ছিল। শ্রীলঙ্কায় খুশি মনেই আসতে চেয়েছে ক্রিকেটাররা।'


২০১৬ সালের জুলাইতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়েছিল। সেই হামলার পর অনেক দেশই বাংলাদেশে খেলতে আসতে অনাস্থা প্রকাশ করেছিল।


দেশের ক্রিকেটের এমন দুর্দিনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। এবার যেন আস্থার প্রতিদান দিল বাংলাদেশ।


তামিম বলেন, 'বেশ কয়েকবছর আগে আমাদেরও একই অবস্থা হয়েছিল। তখন শ্রীলঙ্কা বাংলাদেশে গিয়েছিল এবং খেলেছিল আমাদের সাথে। আমার মনে হয় দলের কোনও সদস্যই শ্রীলঙ্কায় আসতে না করেনি, সবাই আসতে চেয়েছে। ক্রিকেট খেলার জন্য শ্রীলঙ্কা সবসময় দারুণ একটি দেশ। 



অনেক আগে আমরাও একই অবস্থায় ছিলাম। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তখন আমাদের পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ক্রিকেটে আমরা সবাই পরিবার। এমন ঘটনা যখন ঘটে তখন আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত।' 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball