বিদায় বলা থেকে এক ম্যাচ দূরে মালিঙ্গা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে এমনটা নিশ্চিত করেছেন। সোমবার রাতে গণমাধ্যমের সামনে লঙ্কান অধিনায়ক বলেছেন, 'সে (মালিঙ্গা) প্রথম ম্যাচে খেলছে। এরপরে সে অবসরে যাবে। আমাকে সে এটা বলেছে।'

শ্রীলঙ্কার নির্বাচকদের সঙ্গে সম্পর্ক কখনোই ভালো যায়নি ৩৫ বছর বয়সী মালিঙ্গার। নির্বাচকদের সঙ্গে মনমালিন্যের কারণে মালিঙ্গা অবসরে কিনা এটার ব্যাখ্যা অবশ্য দিতে পারেননি করুনারত্নে।
মিডিয়াকে আরও বলেন, 'আমি জানি না নির্বাচকদের জন্য সে অবসরে যাচ্ছে কিনা। আমি শুধু জানি সে একটা ম্যাচেই খেলছে।'
শ্রীলঙ্কার জার্সিতে ২২৫ টি ওয়ানডে খেলেছেন মালিঙ্গা। ২১৯ ইনিংসে বল হাতে নিয়ে উইকেট নিয়েছেন ৩৩৫টি। ২০১১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। এবার নিলেন ওয়ানডে থেকে।
২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ম্যাচ।