ইংল্যান্ডে দাপুটে জয়ে শুরু যুবাদের

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওরচেষ্টারে ব্যাটে বলে দাপট দেখিয়ে এ জয় পেয়েছে আকবর আলির দল।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০০ রান করেছে ইংল্যান্ডের যুবারা। জবাবে ৭১ বল হাতে রেখে জিতে গেছে তৌহিদ হৃদয়রা।

ইংল্যান্ডের হয়ে দলীয় সর্বোচ্চ ৬৯* রান করেছেন লুইস গোল্ডসঅর্থি। এছাড়া ৫৮ রান করেছেন ক্যারি অলড্রিডজ। বাংলাদেশি যুবাদের মধ্যে চার উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব। একটি উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
এমন লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান (৯) এবং প্রান্তিক নাবিল (১৪) দ্রুত ফিরলেও কষ্ট হয়নি যুবাদের।
তৌহিদ হৃদয়ের অপরাজিত ৭০ রানের লক্ষ্যে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তাঁরা। শাহাদাত হোসেন করেন ৫৭ রান। এছাড়া মাহমুদুল হাসানের ব্যাটে আসে ৩৬ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯- ২০০/৭ (৫০ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯- ২০৪/৪ (৩৮.১ ওভার)_