বিশ্বকাপে ভালো খেলেছি আমরাঃ তামিম

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করলেও আসরে ভালো খেলেছে বাংলাদেশ। এমনটা মনে করছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
১৪ জুলাই শেষ হওয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। এছাড়া সবকটি ম্যাচে হেরেছে তাঁরা।

শ্রীলঙ্কায় গণমাধ্যমে তামিম বলেন, 'বিশ্বকাপে ভালো খেলেছি আমরা। কিছু ম্যাচ ছিল যেগুলো আমাদের জেতা দরকার ছিল। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে তাকান তাহলে হয়তো বলবেন আমাদের বিশ্বকাপ খুব বাজে গিয়েছে। তবে আমরা ভালো ক্রিকেট খেলেছি।
অবশ্য ভালো ক্রিকেট খেললেই এখন আর হয় না বাংলাদেশের। ম্যাচ জেতার অভ্যাস করে ফেলাটা সময়ের দাবি। ভারপ্রাপ্ত অধিনায়কও মানছেন সেকথা।
'ভালো ক্রিকেট খেললেই এখন আর হয় না আমাদের। আমাদের ম্যাচ জিততে হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা সামনে তাকিয়ে আছি।'