দুইদিন আগে গিয়ে লাভ হয়েছে বাংলাদেশের

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কিছুদিন আগেই ইংল্যান্ড বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। অন্য সব দেশ যখন বিশ্রামে ব্যস্ত তখনই ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রওনা দিয়েছে বাংলাদেশ। অবশ্য এতে কোনও ক্লান্তি নেই ক্রিকেটারদের। বরঞ্চ একটু আগেভাগে শ্রীলঙ্কায় পৌঁছে নিজেদের লাভবান ভাবছেন তামিম ইকবালরা।
ইংল্যান্ডের উইকেট থেকে পুরোপুরি অন্যরকম শ্রীলঙ্কার উইকেট। এ ছাড়া কন্ডিশনেও আছে ভিন্নতা। শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাই আগে গিয়ে লাভ হয়েছে বাংলাদেশের মনে করছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল এবং অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন।

প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকায় লাভবান হয়েছে দল, মনে করছেন তামিম, 'একটা জিনিস ভালো হয়েছে তা হচ্ছে আমরা এখানে দুদিন আগে এসেছি। একটা অনুশীলন ম্যাচ আছে আমাদের। আমরা প্রথম ম্যাচে যে একাদশ খেলানোর চেষ্টা করছি, বেশীরভাগ যেন ওটাই রাখতে পারি।'
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনও সুর মেলালেন তামিমের সঙ্গে, 'আমরা মাত্র ইংল্যান্ডে খেলে এসেছি। তামিম যেটা বলল এখানে দুইদিন আগে এসে ভালো হয়েছে। কালকের প্রস্তুতি ম্যাচটি আমাদের জন্য অনেক উপকারি।
অনুশীলন করার পরেও আমরা দুই দিন পাচ্ছি। প্রথম ওয়ানডের আগে। সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েই প্রথম ওয়ানডে খেলব।'