সাদমানের ব্যাটে বিসিবি একাদশের লিড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি একাদশ (প্রথম ইনিংস): ৮৭/২, ওভার- ২৪
সাদমান ৫৮*, জহুরুল ৯*; বিদ্যুৎ ১/৪০, আনান্দ ১/৭

কেএসসিএ সেক্রেটারিস একাদশ (প্রথম ইনিংস): ৭৯ অলআউট, ওভার- ৪১
কে এস ১৮, প্রবীণ ১৬ ; শহিদুল ৫/২০, আরিফুল হক ৩/২২
সাদমানের ব্যাটে এগোচ্ছে বিসিবি একাদশঃ মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারায় বিসিবি একাদশ। ওপেনার সাইফ হাসানকে মাত্র ৩ রানে ফিরিয়েছেন বিদ্যুৎ। তিন নম্বরে নেমে ব্যক্তিগত ১০ রানের মাথায় ফিরে যান দলের অধিনায়ক মুমিনুল হকও।
ইনিংসের শুরুতেই উইকেট হারানো বাংলাদেশকে দিশা দেখান ওপেনার সাদমান ইসলাম। দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি বিসিবি একাদশকে লিড এনে দেন তিনি। বর্তমানে তিনি ব্যাটিং করেছেন ৫৮ রানে। তাঁর সঙ্গে উইকেটে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ইসলাম। ৯ রান নিয়ে উইকেটে আছেন তিনি।
কেএসসিএ সেক্রেটারিস একাদশের প্রথম ইনিংসঃ বিসিবি একাদশের বোলারদের বিধ্বংসী বোলিংয়ে কেএসসিএ সেক্রেটারিস একাদশ ৭৯ রানেই থেমে যায়। শহিদুল ইসলাম বিসিবি একাদশের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন। এছাড়া তিন উইকেট নিয়েছেন আরিফুল হক এবং দুটি উইকেট পেয়েছেন এবাদত হোসেন।