promotional_ad

ভারতে জয়ের খোঁজে মাঠে নামছেন মুমিনুলরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতে চলমান ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে তৃতীয় লিগের ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল সোমবার। কর্ণাটকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে চার দিনের এই ম্যাচে কেএসসিএস সেক্রেটারি একাদশের মুখোমুখি হবে মমিনুল-তাসকিনদের বিসিবি একাদশ। 


এখন পর্যন্ত ভারত সফরে জয়ের দেখা পায়নি মুমিনুল হকদের দল। প্রথম এবং দ্বিতীয় লিগের ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম লিগ ম্যাচটির প্রথম ইনিংসে অধিনায়ক মুমিনুলের ১৬৯ রানে ভর করে ৭ উইকেটে ৫০০ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ। 


জবাব তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৩৫৩ রানে অলআউট হয় ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ৮৯ রানে ৮ উইকেট শিকার করেন তাইজুল। ১৪৭ রানে এগিয়ে থাকা বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৭৫ রানে গুঁটিয়ে যায়। 



promotional_ad

জয়ের জন্য ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সামনে ৩২৩ রানের লক্ষ্য নির্ধারিত হয়। এই লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মুমিনুলদের।  


এরপর লিগের দ্বিতীয় ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে ৩৩১ রান সংগ্রহ করে ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকাডেমি। জবাবে ৩০৬ রানে অলআউট হয় মুমিনুলদের বিসিবি একাদশ। এগিয়ে থেকে মাঠে নেমে দ্বিতীয় ইনিংসে ৩১১ রান সংগ্রহ করে ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমি। 


ফলে ৩৩৭ রানের বিশাল লক্ষ্য নির্ধারিত হয় বিসিবি একাদশের সামনে। আর এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৫৬ রানে চতুর্থ দিন শেষ করে মুমিনুল বাহিনী। এরই সঙ্গে দ্বিতীয় ম্যাচেও ড্র নিয়ে মাঠ ছাড়ে বিসিবি একাদশ।


বিসিবি একাদশ স্কোয়াডঃ 



মুমিনুল হক (অধিনায়ক), আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, এবাদত হোসেন, রবিউল হক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম, আরিফুল হক, তাইজুল ইসলাম, ইয়াসির আলি, সাইফ হাসান, নুরুল হাসান সোহান ও শহিদুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball