promotional_ad

জিম্বাবুয়েকে ছাড়াই ভাবছে বিসিবি?

ছবিঃ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আইসিসির সদস্যপদ স্থগিত হওয়ায় আগামী সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা হচ্ছে না জিম্বাবুয়ের। আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যে কারণে জিম্বাবুয়েকে ছাড়াই ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আইসিসির ফিউচার ট্যুর পোগ্রাম (এফটিপি) অনুযায়ী আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অনুরোধ করায় তাদেরকেও বিবেচনায় নিয়েছিল বিসিবি। ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

রবিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের অনুরোধের কারণেই তাদের নিয়েছিলাম। ত্রিদেশীয় সিরিজ হলে হয়তো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই বিবেচনা করেই নিয়েছিলাম। আমাদের যে চুক্তি আফগানিস্তানের সঙ্গে আছে তা অব্যাহত থাকবে।’

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সবমিলিয়ে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল। জিম্বাবুয়ে না এলে স্পন্সর এবং সম্প্রচার সত্ত্ব নিয়ে বিসিবি কোনও ঝামেলায় পড়বে কিনা তা নিয়েও আছে প্রশ্ন।


 



promotional_ad

যদিও এ নিয়ে কোনও সমস্যা দেখছেন না বিসিবির প্রধান নির্বাহী, ‘আমাদের এফটিপি চুক্তিতে ছিল দুই দলের সিরিজ। এটি একটি সংযুক্তির ব্যাপার ছিল। এই অবস্থার ব্যাপারে সতর্ক আমাদের স্পন্সররা।’  
 


জিম্বাবুয়েকে ভাবনা থেকে পুরোপুরি সরাতেও পারছে না বিসিবি। কারণ আইসিসির ইভেন্টে জিম্বাবুয়ের খেলতে বাধা থাকলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পারবে তারা। এ নিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলছেন,  ‘যেহেতু তাদের সঙ্গে (জিম্বাবুয়ের বোর্ড প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সঙ্গে) কিছু কথা হয়েছে। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য।’     

‘তারা বলেছে -ওদের কিছু সময় লাগবে। ৭-১০ দিনের মধ্যে জানাতে পারবে ওদের অবস্থানটা কি হবে। ১৯ তারিখ যেহেতু এই মিডিয়া রিলিজটা এসেছে, এর আলোকেই আমরা ঠিক করব কি করতে যাচ্ছি।’ বলেছেন প্রধান নির্বাহী।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball