শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

ছবি: ছবিঃ এসএলসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার দুপুরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দলের একাংশ। এদিন সন্ধ্যায় তামিম-মুশফিকরা শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছান।
অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার কলম্বোতে গির্জা ও বিলাসবহুল কয়েকটি হোটেলে বোমা হামলা হয়। এই ঘটনার জেরে বাংলাদেশ দলকে ভিআইপি নিরাপত্তা দেয়া হচ্ছে এই সফরে। তামিমসহ দলের ৭জন ক্রিকেটার বাংলাদেশ থেকে রওয়ানা দিলেও ভারত থেকে শ্রীলঙ্কা গেছেন তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলাম।
বিসিবি একাদশের হয়ে ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন তাসকিন এবং তাইজুল। দলে ডাক পাওয়ায় ভারত থেকে শ্রীলঙ্কার বিমান ধরেছেন তাঁরা।
বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা আগামী ২২ জুলাই শ্রীলঙ্কায় যাবেন। আসন্ন এই সফরে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
একই ভেন্যুতে ২৯ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি। আর ৩১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে ছিটকে যাওয়ায় এই সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।