রশিদের নজর অস্ট্রেলিয়ায়

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ ইতিহাসের একমাত্র দল হিসেবে এক আসরে ৯টি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তারা। ব্যর্থতার দায়ে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে গুলবাদিন নাইবকে। তিন ফরম্যাটেই আফগানদের অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে।
অধিনায়কত্ব পেয়ে দল নিয়ে পরিকল্পনাও শুরু করে তারকা এই লেগ স্পিনার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশিদ জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া উচিত তাঁদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের এখনও অনেক দেরি। তাই ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে এখনই চিন্তা-ভাবনা করতে নারাজ আফগান অধিনায়ক।

‘আমি মনে করি, ২০২৩ বিশ্বকাপ এখনও অনেক দূরে। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি মনে করি আমরা দেখাতে পারবো যে আমরা কত ভালো দল, দেখাতে পারবো আমরা কী করতে পারি। আশা করছি সেরা দল এবং কম্বিনেশনই পাবো।’
নিজেদের ক্রিকেটের উন্নতি করতে বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত সিরিজ খেলার বিকল্প দেখছেন না রশিদ। এই পরিকল্পনা নিয়ে খেললে ২০২৩ বিশ্বকাপে বড় কিছু করে দেখানো সম্ভব বলে বিশ্বাস আফগান দলপতির।
এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘এখন থেকেই ২০২৩ বিশ্বকাপ মাথায় রেখে এগোতে হবে। আমি মনে করি বড় দলগুলোর বিপক্ষে যত বেশি খেলব, আমাদের উন্নতি ততো হবে, বিশেষ করে শীর্ষ দশ দলের বিপক্ষে। এখন আমাদের অনেক ম্যাচ খেলতে হবে এবং বড় দলের বিপক্ষে সিরিজ খেলতে হবে। আমাদের ক্রিকেটের উন্নতি করতে এটাই একমাত্র পন্থা।’
এবারের বিশ্বকাপে যত ভুল করেছে আফগানিস্তান, এসব ভুলের পরিমাণ কমিয়ে আনতে পারলেই সাফল্যের দেখা মিলবে বলে মনে করেন রশিদ। আফগান অধিনায়ক মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করার অনেক রশদ রয়েছে তাঁর দলে।
রশিদ বলেন, ‘আমাদের এখন শুধু দিনকে দিন উন্নতি করতে হবে এবং অতীতে যত ভুল করেছি সেগুলো কমিয়ে আনতে হবে। আমাদের সামর্থ্য আছে, স্কিলের কমতি নেই। বিশেষ করে টি-টোয়েন্টিতে সেরা একটি দল রয়েছে আমাদের।’