দল শ্রীলঙ্কায়, বিশ্রামে সাইফউদ্দিন

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে শনিবার দেশ ছেড়েছে বাংলাদেশ দলের একাংশ। সুস্থ থাকলে দলের সঙ্গেই যেতেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। তবে এই সময়ে তাঁকে বিশ্রামে থাকতে হচ্ছে।
চোটে পড়া সাইফউদ্দিনকে তিন দিনের জন্য বিশ্রাম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী। বিশ্বকাপ থেকেই পিঠের চোটে ভুগছেন ডানহাতি এই পেসার। এই চোটের কারণেই শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন তিনি।

তাঁর বদলি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিসিবি একাদশের হয়ে ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাওয়া তাসকিন শনিবার দুপুরে ভারত থেকেই শ্রীলঙ্কার বিমানে চড়েছেন।
সাইফউদ্দিনের সঙ্গে ইনজুরিতে ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। শুক্রবার অনুশীলনের সময় বাম পায়ে চোট পান তিনি।
মাশরাফির অবর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তামিমসহ বাংলাদেশের সাতজন ক্রিকেটার শনিবার শ্রীলঙ্কা গেছেন। বাকিরা আগামী ২২ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন।