ইংল্যান্ড দলে ডাক পেয়ে হতবাক গ্রেগরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড দলে প্রথমবারের ডাক পেয়েছেন ডানহাতি পেসার লুইস গ্রেগরি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের ১৪ সদস্যের ইংল্যান্ড দলে নেয়া হয়েছে তাঁকে।
অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসার জানিয়েছেন, ইংল্যান্ড দলে ডাক পাওয়ার খবরটি প্রথমে তাঁকে জানান ইসিবির নির্বাচক এড স্মিথ। সেই খবর শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি।

‘যখন আমাকে এড (স্মিথ) কল করেছিল সকালে, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি কী বলবো বুঝতে পারছিলাম না কিন্তু এটা রোমাঞ্চকর ছিল। আমি মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি।’
ইংল্যান্ড দলে ডাক পাওয়াকে গ্রেগরি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে মূল্যায়ন করছেন। কাউন্টিতে খুব বেশি ম্যাচে খেলার সুযোগ হয়নি গ্রেগরির। তাই জাতীয় দলে ডাক পেয়ে অবাকই হয়েছেন তিনি।
‘অবশ্যই এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। আমি ২০১৫ সালে বেশি পরিণত ছিলাম না। আমি খুব বেশি ক্রিকেট খেলিনি এবং আমি মনে করেছিলাম কাউন্টিতে গেলে অনেক সুযোগ পাবো খেলার।’
কাউন্টি দল সমারসেটের হয়ে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন গ্রেগরি। মাত্র ১৩ ম্যাচে শিকার করেছেন ৪৪টি উইকেট। মূলত এই পারফর্মেন্সের ফলেই জাতীয় দলে ডাক পেয়েছেন সম্ভবনাময় এই পেসার।