promotional_ad

অ্যান্ডারসনের ফেরার লড়াই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী ২৪ জুলাই একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে ইংল্যান্ড। আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের ইংল্যান্ড দলে আছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।


ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বাধিক উইকেট শিকারি অ্যান্ডারসন বেশ কিছুদিন ধরেই কুনুইয়ের চোটে ভুগছেন। সেই চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি। তারপরও তাঁর ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। তাঁকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।



promotional_ad

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অ্যান্ডারসন জানিয়েছেন, সিরিজ শুরুর আগেই সেরে উঠতে আশাবাদী তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ফিট হতে না পারলে অ্যাশেজের প্রস্তুতি নেবেন এই ডানহাতি পেসার।


এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘সোমবার মুখোমুখি হচ্ছি (আয়ারল্যান্ডের) এবং এই মুহূর্তে আমি ভালো অনুভব করছি। আমি বোলিং চালিয়ে যাচ্ছি এবং এটা সবাই (ফিটনেস টিম) পর্যবেক্ষণ করছে। বুধবারের মধ্যে যদি ফিট হয়ে যাই তবে ভালো হবে। যদি এটা না হয় তাহলে অবশ্যই অ্যাশেজের জন্য ফিট হতে কাজ করা লাগবে।’


অ্যান্ডারসন ছাড়াও ইংল্যান্ড দলে আছে আরও ৫ পেসার। ওলি স্টোন, লুইস গ্রেগরি, ক্রিস ওকস, স্যাম কারান এবং স্টুয়ার্ট ব্রডদের নিয়ে নিজেদের পেস বোলিং আক্রমণ তৈরি করেছে ইংল্যান্ড।



অ্যান্ডারসন না থাকলেও তাই ইংল্যান্ডকে বোলিং আক্রমণ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটিকে অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে নিচ্ছে ইংল্যান্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball