ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে কে কোন দলে

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস- এই তিন দেশ মিলে আয়োজন করতে যাচ্ছে 'ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম' নামের ফ্র্যাঞ্চাইজি লিগ। ৩০ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর।
আসরে তিন দেশ থেকে দুটি করে শহর অংশ নিচ্ছে। আয়ারল্যান্ডের ডাবলিন ও বেলফাস্ট, স্কটল্যান্ডের এডিনবার্গ ও গ্লাসগো এবং নেদারল্যান্ডের আমস্টারডাম ও রটারডাম অংশ গ্রহণ করবে এ আসরে।
মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে তারকায় ভরা এই আসরে। নিয়ম অনুযায়ী প্রতিটি দলের স্কোয়াডে নয়জন করে ঘরোয়া ক্রিকেটার থাকবে এবং সর্বোচ্চ সাত জন বিদেশি খেলোয়াড় থাকবে।
শেন ওয়াটসন, ইয়ন মরগান, শহীদ আফ্রিদি, জেপি ডুমিনি, মোহাম্মদ আমির, বাবর আজম, বেন্ডন ম্যাককালামসহ ক্রিকেট বিশ্বের অনেক নামিদামি ক্রিকেটাররা খেলবেন এই আসরে।
গত শুক্রবার লন্ডনের হিথরো এয়ারপোর্টে আসরটির নিলাম অনুষ্ঠিত হয়। আসরে নেই কোনও বাংলাদেশি ক্রিকেটার।
ইউরো টি-টোয়েন্টি স্ল্যামের ছয়টি দলের স্কোয়াডঃ-

আমস্টারডাম নাইটসঃ শেন ওয়াটসন (আইকন প্লেয়ার), হাসান আলী, ওয়েসলি ব্যারেসি, সাদ বিন জাফর, ফিলিপ বোয়েসিভেইন, ভরুন চোপড়া, বেন কুপার, বেন কাটিং, ব্র্যান্ডন গ্লোভার, আলজারি জোসেফ, সিকান্দার রাজা, আহমদ শেহজাদ, টনি স্টাল, ইমরান তাহির (মার্কি প্লেয়ার), রলফ ভ্যান ডার মারে, পল ভ্যান ম্যাকেরেন, টোবিয়াস ভিসে ও সিকান্দার জুলফিকার।
কোচঃ মার্ক ও'ডনেল
বেলফাস্ট টাইটানসঃ শহীদ আফ্রিদি (আইকন প্লেয়ার), মার্ক অ্যাডায়ার, জেপি ডুমিনি (মার্কি প্লেয়ার), শেন গেটকেট, কলিন ইনগ্রাম, মোহাম্মদ ইলিয়াস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মিচেল ম্যাকক্লেনাঘান, মোহাম্মদ নওয়াজ, বয়েড র্যাঙ্কিন, পল স্টার্লিং, অ্যারন সামার্স, গ্রেগ থম্পসন, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, লুক রাইট ও ক্রেইগ ইয়াং।
কোচ: ইয়ান পন্ট
ডাবলিন চিফসঃ ইয়ন মরগান (আইকন প্লেয়ার), মোহাম্মদ আমির, বাবর আজম (মার্কি প্লেয়ার), অ্যান্ড্রু বালবির্নি, কর্বিন বোচ, ড্যান ক্রিশ্চিয়ান, গ্যারেথ ডেল্যানি, রবার্ট ফ্রাইলিঙ্ক, হ্যারি গার্নে, টাইরন কেন, জর্জ ডকরেল, জশ লিটল, কেভিন ও 'ব্রায়ান, সিমি সিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।
কোচ: ড্যানিয়েল ভেট্টরি
এডিনবার্গ রক্সসঃ মার্টিন গাপটিল (আইকন প্লেয়ার), কোরি অ্যান্ডারসন, ডিলান বাজ, কাইল কোয়েটজার, অ্যান্টন ডেভচীচ, অলিভার হ্যারিস, ম্যাট হেনরি, মাইকেল লিস্ক, ক্রিস লিন (মার্কি প্লেয়ার), কালাম ম্যাকলিওড, গ্যাভিইন মইন, তাইমাল মিলস, অ্যাদ্রিয়ান নেইল, তাবরিজ শামসী, ক্রেগ ওয়ালেস ও মার্ক ওয়াট।
কোচঃ মার্ক রামপ্রকাশ
গ্লাসগো জায়ান্টসঃ ব্রেন্ডন ম্যাককালাম (আইকন প্লেয়ার), কায়েস আহমেদ, রিচি বেরিংটন, রবি বোপারা, স্কট ক্যামেরন, ম্যাথু ক্রস, অ্যালাসডেয়ার ইভান্স, মোয়েসেস হেনরিকস, মাইকেল জোন্স, হেনরিক ক্লাসেন, জর্জ মুন্সী, সাফিয়ান শরীফ, উসমান শিনওয়ারি, জে জে স্মুটস, টম সোল, ডেল স্টেইন (মার্কি প্লেয়ার) ও হামজা তাহির।
কোচ: ল্যান্স ক্লুসনার
রটারডাম রিনস: রশিদ খান (আইকন প্লেয়ার), শাহীন আফ্রিদি, আনোয়ার আলী, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্লাসেন, স্টিফেন মাইবার্গ, ম্যাক্স ও'ডোড, সামিত প্যাটেল, লুক রনচি (মার্কি প্লেয়ার), পিটার সিলার, শেন স্নটার, পিটার ট্রেগো, হার্দুস ভিজয়েন, ফখর জামান ও সাকিব জুলফিকার।
কোচ: হার্শেল গিবস