ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ নেই, দাবি জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীর

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটে সরকারের কোনও হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী কির্স্টি কভেন্ট্রি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে ভুল বুঝেছে বলে মনে করছেন তিনি।
গত বৃহস্পতিবার আইসিসির একটি সভায়, জিম্বাবুয়ে ক্রিকেটে সরকারের সরাসরি হস্তক্ষেপ থাকার কারণে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর হতাশায় ভেঙে পড়েন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা। ২৯ বছর বয়সী ব্যাটসম্যান সলোমন মিরে তাৎক্ষণিকভাবে অবসর নেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ইঙ্গিত দেন আরও কয়েকজন ক্রিকেটার।
পুরো বিষয়টিতে আফসোস করেছেন কির্স্টি। ক্রিকেট বোর্ড তত্ত্বাবধানের জন্য স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিশন (এসআরসি) গঠন করেছিল জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রণালয়।
এসআরসি সরকারের কোনও অংশ নয় উল্লেখ করে অলিম্পিক সাঁতারে দুইবার সোনা বিজয়ী কির্স্টি টুইটারে লিখেছেন, 'আইসিসির এমন সিদ্ধান্ত জিম্বাবুয়ের ক্রিকেটারদের ক্ষতি করছে যা দেখে আমি বিধ্বস্ত। জিম্বাবুয়ে ক্রিকেটের আন্তর্জাতিক সাফল্যের জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন।
এ কারণে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা ক্রিকেটারদের ক্ষতির কারণ হওয়া উচিত নয়। ক্রীড়া মন্ত্রণালয় এসআরসি গঠন করে। এসআরসি কখনোই সরকারের অংশ নয়। তারা জনপ্রতিনিধিদের অংশ।'