স্থানীয় কোচে আস্থা নেই বিসিবিরঃ সুজন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বের অনেক দলই এখন দেশীয় কোচের ওপর নির্ভরশীল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত কিংবা নিউজিল্যান্ড তাঁদের দেশিও কোচের ওপরই জাতীয় দলের দায়িত্ব দিয়ে বেশ সফল হয়েছে। তবে বাংলাদেশ এখনও সেই পথে হাটতে পারেনি।
বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখনও স্থানীয় কোচদের ওপর আস্থা তৈরি হয়নি। দেশীয় কোচ হিসেবে নিজেকে জাতীয় দলের জন্য নিজেকে যোগ্য মনে করেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগে সংবাদ সম্মেলনে শুক্রবার একথা বলেছেন তিনি।

সুজন জানান, 'এখনও স্থানীয় কোচের প্রতি আস্থা সেভাবে হয়নি বোর্ডের। তবে আমি নিজেকে যোগ্য মনে করি, কতটুকু যোগ্য আমি জানি না। তবে আমি মনে করি এটি রকেট সাইন্স না, একটি দলের কোচিং করানো। যেটা অন্যান্য কোচরা করে ধরেন সবাই বলে যে লেভেল ৩-৪ করা, আমরাও লেভেল ৩ করেছি ২০০৬-০৭ সালে। আর করার পর যে আমরা বসে ছিলাম এমনটা না।'
সুজনের বিশ্বাস দেশীয় কোচকে দায়িত্ব দেয়া একটি সাহসের ব্যাপার। জাতীয় দলের যোগ্য এমন কারোর উদাহরণ টানতে গিয়ে, গাজী সোহেলের উদাহরণ টেনেছেন তিনি। তাঁর মতে এদের প্রত্যেকেই ক্রিকেটের জন্য নিজেদের পুরো সময় ব্যয় করে।
'এটি আসলে একটি সাহসের ব্যাপার যে আপনারা বাংলাদেশি কাউকে সাহস করে দায়িত্ব দিতে চান কিনা যারা লিড করতে পারে। আমাদের এখানে আপনি যদি বলেন স্পিন বোলিং কোচের কথা আমার মনে হয় সোহেল (গাজী সোহেল) অনেকদিন থেকে কাজ করছে এবং ভালোভাবেই করছে। এমন অনেক ছেলেই আছে যাদের কথা আমি বলতে পারি যারা কিনা এই লেভেলে অবশ্যই অনেক কাজ করে, চিন্তা করে এবং তাদের সময় পুরোটাই ক্রিকেটের জন্য ব্যয় করে।'