বয়সভিত্তিক দলে নজর মাশরাফি-সুজনের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী বিশ্বকাপকে সামনে রেখে বয়স ভিত্তিক দলে নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ বয়স ভিত্তিক দলের খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য জোর দিয়েছেন।
মাশরাফির মতে, আগামী বিশ্বকাপকে মাথায় রেখে কিছু নতুন খেলোয়াড় তৈরি করতে হবে। তাই জাতীয় দল থেকেও বেশি গুরুত্বপূর্ণ এখন অনূর্ধ্ব-১৯ দল। ২০২৩ বিশ্বকাপে ভালো পারফর্মেন্স করতে এর বিকল্প দেখছেন না বাংলাদেশ দলপতি।

এই প্রসঙ্গে মাশরাফি বলেন, 'আমার কাছে মনে হয় যে, চার বছর অনেক সময়। কিছু খেলোয়াড় তৈরি করা করতে হবে। এখন যারা আছে, আমি ছাড়া মাক্সিমাম পরের বিশ্বকাপে খেলার সামর্থ্য রাখে। আমার কাছে মনে হয়, এই জাতীয় দল থেকে খুব গুরুত্বপূর্ণ অনূর্ধ্ব-১৯ বা এ দলের দিকে বেশি ফোকাস করা। কারণ, পরের চার বছরে যদি আমরা ভালো করতে চাই, অবশ্যই এখন থেকে কিছু খেলোয়াড় বেরিয়ে আসতে হবে।'
তরুণ খেলোয়াড়রা যেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান জোরালো করার জন্য সময় পায় তার ওপর গুরুত্বারোপ করেছেন মাশরাফি। শুধু জাতীয় দল নিয়ে পরিকল্পনা করলে আন্তর্জাতিক ক্রিকেতে টিকে থাকা অনেক কঠিন বলে মনে করেন তিনি।
'তারা যেন আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্যাবিলিটি পায়, সেই জায়গা তৈরি করে দিতে হবে। অন্যথায় সব সময় একটা দলের দিকে ফোকাস থাকলে, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে করা কঠিন। এখন সাকিব নেই দলে, তার মানে দুইটা অপশনই খুঁজতে হবে। এটা দারুণ সুযোগ সাকিব খেলছে না যে যাবে তার জন্য। একই সাথে অনূর্ধ্ব-১৯, এ টিম, এইচপিকে ফোকাস করা, যদি আপনি পরের বিশ্বকাপে ভালো করতে চান।'
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ সুজন মনে করেন বয়স ভিত্তিক দলের খেলোয়াড়দের জন্য টেকনিক্যাল সুযোগ সুবিধা বৃদ্ধি করা জরুরী। তাঁর বিশ্বাস বয়স ভিত্তিক দলগুলোর কাঠামো উন্নতি করলে এর থেকে সুফল পাবে বাংলাদেশ জাতীয় দল।
সুজন জানান, 'একটা খেলোয়াড় যখন তৈরির কথা হয় ওই সময় টেকনিক্যাল সাপোর্টটাই লাগবে। আমাদের ইনডোর বলতে মিরপুরে একটা আছে, যেখানে স্বয়ংক্রিয় বোলিং মেশিন আছে। যেখানে ছেলেরা ব্যাটিং অনুশীলন করতে পারে। এখানে কয়জন ছেলে আসলে ব্যাটিং করছে। আমাদের জাতীয় দল করছে, 'এ' দল করছে কিংবা অনূর্ধ্ব-১৯ দল করছে। বাংলাদেশে ক্রিকেট খেলছে অনেক ছেলে, তাঁরা কতটা সময় পাচ্ছে মেশিনটাতে। আমরা যদি স্ট্রাকচারগুলো ডেভলপমেন্ট করতে পারি তাহলে ভালো হবে।'