promotional_ad

লেগ স্পিনারের অভাব দূর করবে বিসিএল?

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দীর্ঘ দিন ধরে একজন আদর্শ লেগ স্পিনারের অভাবে ভুগছে বাংলাদেশ। ২৩ বছর বয়সী জুবায়ের হোসেন লিখনের মাঝে সম্ভাবনা থাকলেও তাঁকে সেভাবে কাজে লাগাতে পারেননি কোনো কোচ। তবে এবার টনক নড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 


লেগ স্পিনারের খোঁজে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) মতো ঘরোয়া টুর্নামেন্টের প্রতি গুরুত্ব দিতে চায় বোর্ড। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এমনটাই। বিসিএলে বিসিবির অধীনে পরিচালিত হয় বিসিবি উত্তরাঞ্চল দলটি। কোনো ফ্র্যাঞ্চাইজিই দলটির প্রতি আগ্রহ না দেখানোয় দায়িত্ব নিয়েছে বিসিবি। সুজনের বিশ্বাস এখান থেকেই লেগ স্পিনার খুঁজে আনতে পারবেন তারা। 



promotional_ad

সাবেক এই অধিনায়ক বলেন, 'আমাদের একটি পরিকল্পনা আছে, আমি সেটি একটু বলি। বিসিএলে বিসিবির একটি দল আছে যেটি আমরা চালাই। কোনো ফ্র্যাঞ্চাইজি নেই দেখে বোর্ডকে চালাতে হয়। এখানে আমরা হয়তো নজর দিবো। বাংলাদেশ দলের যে জায়গাটাতে আমরা দুর্বলতা দেখতে পাই সেই জায়গাতে আমরা খেলোয়াড়দের এখন পুশ করবো। যেহেতু এটি আমাদের দল, বিসিবির দল সেহেতু আমরা চাবো ছেলেগুলোকে আরো সুযোগ দেয়া এবং অভিজ্ঞ করা।'


শুধু তাই নয়, লেগ স্পিনারদের সামর্থ্য বের করে আনার আদর্শ মাধ্যম হিসেবেও ঘরোয়া ক্রিকেটকে বিবেচিত করছেন সুজন। তাঁর ভাষায়, 'লেগ স্পিনার তৈরি করা কিন্তু এত সহজ নয়। আপনার কিছুটা হলেও ন্যাচারাল অ্যাবিলিটি থাকতে হবে। সেটা বের করে আনা এবং সুযোগ দেয়া। আমাদের ক্লাব ক্রিকেটের সবথেকে বড় সমস্যা এটাই। ধরেন আমি জুবায়ের হোসেন লিখনের কথাই বলি, সে জাতীয় দলে খেলেছে, এরপর সে ক্লাব ক্রিকেটেও এখন খেলতে পারে না। কারণ তাঁকে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলানো হচ্ছে না। আর ক্লাবগুলো পেইড দল বানায়, তারা খেলোয়াড়দের পেইড করে, তারা যদি কোনো একটা ছেলেকে না খেলায় তাহলে তো বোর্ড থেকে কিছু বলতে পারবেন না।'  


বিশ্বে ইমরান তাহির, রশিদ খান, আদিল রশিদদের মতো তারকা লেগ স্পিনাররা নিজেদের প্রতিভা গুণেই বর্তমান অবস্থানে এসেছেন। সুষ্ঠু পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ থেকেও বিশ্বমানের লেগ স্পিনার খুঁজে বের করা সম্ভব বলে বিশ্বাস করেন সুজন। তিনি বলেন, 'কিছু খেলোয়াড় আছে যারা একেবারে ন্যাচারাল। লেগ স্পিন আসলে ন্যাচারাল ব্যাপার। লেগ স্পিনার আপনি জোর করে বানাতে পারবেন না।। আমাদের আন্ডারে অনেকগুলো ছেলেই কাজ করছে। আমি মনে করি যে আমাদের ভবিষ্যতে অনেক আশা আছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball