ইনফর্ম সাকিবকে মিস করবেন মাশরাফি

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
স্বপ্নের মতো বিশ্বকাপ কাটিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে ফর্মের তুঙ্গে থাকা এই তারকা বাংলাদেশের শ্রীলঙ্কা সফর যাচ্ছে না। দারুণ ফর্মে থাকা এই তারকাকে না পাওয়া দলের জন্য বড় একটি ক্ষতি বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে তিন নম্বরে ব্যাটিং করে ৮ ম্যাচ খেলেই সাকিবের সংগ্রহ ৬০৬ রান। এর মধ্যে সাতটিতেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন সাকিব। দুই সেঞ্চুরির পাশাপাশি ৫টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার। বল হাতেও ১১ উইকেট নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মাশরাফি জানিয়েছেন, তিন নম্বরে সাকিব যেখানে খেলে থাকেন, এই জায়গা নিয়ে সব সময়ই বাংলাদেশ সংগ্রাম করে। তাই বিশ্বসেরা এই অলরাউন্ডারের জায়গা পূরণ করা সম্ভব নয় বলেই মনে করেন ওয়ানডে অধিনায়ক।
'সাকিব না থাকলে দলের কোনো কোন দিক দিয়ে সমস্যা হয় এটা বলার প্রয়োজনও হয় না সবসময়। বলার অপেক্ষাও রাখে না। সবসময় আমরা এই জায়গাগুলো নিয়ে স্ট্রাগল করি। যখন সে না থাকে, যখন সে ইনজুরিতে ছিল। এখন তাঁর যে পারফর্মেন্স তাঁর যে ফর্ম আছে এই টাইমে দল তাঁকে মিস করবে।'
কঠিন পরিস্থিতিতে দল সব সময়ই তাঁর সেরা খেলোয়াড়কে চায়। সাকিব না থাকায় যারা সুযোগ পাচ্ছেন, এটাকে তাঁদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন মাশরাফি। টাইগার অধিনায়ক মনে করেন, ভবিষ্যতে এমন পরিস্থিতির জন্য ব্যাকআপ তৈরি করতে হবে।
'বিশেষ করে কঠিন সময়ে দল তাঁর সেরা খেলোয়াড়কে চায়। একই সময় আমি বলবো, যারা আছে তাঁদের চিন্তা করা এমন ঘটনা সামনেও ঘটতে পারে। দলের সেরা খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে, দলের সেরা খেলোয়াড়ের যেকোনো কিছু হতে পারে। সেই সময় আমাদের ব্যাকআপ করতে হবে।'
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শনিবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। মূল সিরিজের আগে আগামী ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফির দল। এরপর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ এবং ৩১ জুলাই।